জার্মান এক গবেষনা প্রতিষ্ঠান তাদের গবেষনায় বাংলাদেশকে "গনতান্ত্রিক দেশ" থেকে "স্বৈরতান্ত্রিক দেশে" অবনমিত করেছে। এর কারন বাংলাদেশ গনতন্ত্রের ন্যুনতম মানদন্ডে নেই।বাংলাদেশের ত্রুটিপূর্ন নির্বাচন ব্যবস্থার কারনে এমনটি হয়েছে বলে অভিমত ব্যক্ত করা হয়।
জার্মান প্রতিষ্ঠানের আগে লন্ডন ভিত্তিক গবেষনা প্রতিষ্ঠানের একটি রিপোর্টে অনেক আগেই বাংলাদেশের এই অধপতন ঘটে। সেই রিপোর্টের একটি স্ক্রীন শট দিলাম।
https://www.economist.com/blogs/graphicdetail/2018/01/daily-chart-21
লন্ডন ভিত্তিক এই গবেষনা প্রতিষ্ঠানের গবেষনায় বাংলাদেশ সবচেয়ে ভাল অবস্থানে ছিল ২০০৬ সালে ৬ দশমিক ১১ পয়েন্ট নিয়ে। তখন বাংলাদেশ ছিল ত্রুটিপূর্ন গনতন্ত্রের দেশ। এর পরে বাংলাদেশের অবস্থান নেমে আসে হাইব্রিড রেজিমে মাানে সাংবিধানিক ভাবে গনতন্ত্র দাবী করলেও যারা আসলে রাজনৈতিক নিপীড়ক দেশ। বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ২০১৭ তে ৫ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে।
২০০৬ থেকে ২০১৭তে অবনমন হয়েছে শূন্য দশমিক ৬৮ ভাগ যা ২০০৬ এর তুলনায় শতকরা ১১ ভাগ।
অবশ্য বাংলাদেশের চেয়েও নীচে দেশ রয়েছে। যেমন সৌদি আরব এবং সিরিয়া। এসব দেশে মনে হয় বিরোধী দলের কোন অস্তিত্বই থাকতে পারে না।
বাংলাদেশের নিম্নমূখী এই প্রবনতা কি বাংলাদেশকে শেষতক সিরিয়া সৌদির কাছাকাছি নিয়ে যাবে? বড়ই আশংকাজনক।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩