ফরহাদ মাজহার নিয়ে নানারকম খবর পড়ছি। যতই পড়ছি ততই অবাক হচ্ছি । সবাই কিছু না কিছু লুকোচ্ছেন।
ফরহাদ মাজহার স্রোতের বিপরীতে চলা একজন মানুষ। ৯০ এর দশকে তিনি আনসার বিদ্রোহীদের সমর্থনে আর্টিক্যাল লিখে তৎকালীন বিএনপি সরকারের বিরাগ ভাজন হন। সেজন্যে তাকে জেলে যেতে হয়। সেই ফরহাদ মাজহার এবার মোটামুটি সাফল্যের সাথে শাহবাগ আন্দোলনে পানি ঢেলে তাকে নিভিয়ে দিতে সক্ষম হন। সেজন্যে তিনি আবারো সরকার সমর্থক গ্রুপের চক্ষুশূল হন। এবার সরকার পক্ষ হলেন আওয়ামী সরকার।
কে কি ভাবল তা নিয়ে থোড়াই কেয়ার করেন ফরহাদ মাজহার । রাম যদি শামকে খুন করে এবং ফরহাদ মাজহার যদি রামের সমর্থক হন তবে তার কলাম লেখার এপ্রোচটি হবে এমন যে "শামের আসলে মৃত্যুদন্ড পাওনা ছিল এবং রাম সমাজের উপকার সাধন করেছে শামকে খুন করে"। যার প্রতি পক্ষপাত থাকে, তা খুব নির্লজ্জভাবে প্রকাশ পায়। আমি নিজে যুক্তিযুক্ত এবং ব্যালেন্সল্ড লেখার অনুরাগী। যার ফলে আমি ফরহাদ মাজহারের লেখালেখির খুব একটা ভক্ত নেই। তার লেখা আমার ততটা পড়াও হয় না। শুধু শাহবাগের উপরে কয়েকটি লেখা পড়েছিলাম।
ফরহাদ মাজহারের হঠাৎ অন্তর্ধান বেশ রহস্যজনক। তিনি যদি স্বেচ্ছায় এ কাজ করে থাকেন, তাহলে এটা কেন করবেন। পুলিশ বা কেন এত কৌতুহলী হয়ে তড়িঘড়ি করে অর্চনার সাক্ষ্য নিল? পুলিশের কাছে যখন জানতে চাওয়া হল, "আপনারা কি ফরহাদ মাজহারের বিরুদ্ধে একশন নেবেন?" তখন পুলিশ উত্তর করল "তিনি তো বুদ্ধিজীবী।" এর মানে কি? আইনের চোখে তো সবার সমান হবার কথা।
আমরা সত্যটুকু জানতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫২