ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ চাই। শ্লোগানটা এখন খুব শোনা যাচ্ছে। স্বয়ং গাফফার চৌধুরীও সুন্দর ভাষায় প্রধানমন্ত্রীকে হেদায়াত দিয়ে একখানা লেখা লিখেছেন।
ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ চাই - বলা চলে এখনকার হট টপিক। কারন রয়েছে যেগুলো অবশ্যই যৌক্তিক।
তারপরেও আমার ভাবনা ভিন্ন।
না, এই মুহুর্তে কোন রদবদল চাই না, যদিও ব্যর্থ মন্ত্রীরা সম্পূর্নই ব্যর্থ।
আমি সবসময়ই দলছুট বক। সেজন্য ব্লগে বহু গালি গালাজ মাইনাস সবই পেয়েছি। কিন্তু এসব সত্ত্বেও কখনই দলে ভিড়তে পারলাম না।
কেন রদবদল চাই না?
কারন তাতে সরকার দুর্বল বলে প্রতীয়মান হবে।
তাতে ক্ষতি কি?
ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। চেইন অব কমান্ড ভেংগে যেতে পারে। সরকার রাষ্টের উপর স্বাভাবিক নিয়ন্ত্রন হারাতে পারে। সেই ব্যর্থ রাষ্টের পরিনতি ব্যর্থ মন্ত্রীদের পরিনতির চেয়ে অনেক ভয়াবহ।
এমনিতেও কি ব্যর্থ রাষ্টের দিকে যাচ্ছে না?
তা যাচ্ছে। জনমনের ক্ষোভ যে কোন সময় বিস্ফোরিত হতে পারে। কিন্তু মন্ত্রীদের বাদ দেয়া হলে তাতে স্বয়ং সরকারে অসন্তোষ ও মতবিরোধ দেখা দিতে পারে, যা আরো খারাপ পরিনতি ডেকে আনতে পারে।
গাফফার চৌধুরী ইন্দিরা গান্ধীর উদাহরন টেনে এনেছেন। ইন্দিরা জয়নারানয়ের পরামর্শকে অগ্রাহ্য করে ঠকেছেন।
তাহলে আমি আরেকটি উদাহরন তানি।
এই উদাহরন আমাদের প্রিয় ইমামে আজম ইমাম আবু হানিফার। তিনি ছিলেন অসাধারন বুদ্ধিমত্তাসম্পন্ন সৎ একজন ফকীহ। একদা খলিফা মনসুর তাকে বিচারকের পদ গ্রহন করতে বলেন। কিন্তু তিনি অস্বীকার করেন পদ নিতে। কথা কাটাকাটির এক পর্যায়ে খলিফা তাকে "মিথ্যুক" বলে দাবী করেন। ইমাম সাথে সাথে জবাব দেন, " তার মানে আমি সঠিক। একজন মিথ্যুক কি করে বিচারক হতে পারে।" শেষে খলিফা তাকে কারাগারে বন্দী করেন। সেখানেই নির্যাতন সয়ে সয়ে একসময় মারা যান। অসম্ভব জনপ্রিয় এ ব্যক্তিত্বের জানাজায় প্রায় ৫০০০০ মানুষ হাজির ছিলেন।
সরকারের হাতে প্রচুর নির্যাতন সয়েছেন ইমাম। কিন্তু তা সত্ত্বেও তিনি সরকার পতনের আন্দোলনকে অনেকটা নিরুৎসাহিত করে ফতোয়া দিয়েছিলেন, " ইমাম বা রাষ্ট্রনায়ক ফাসিক ফাজির হলেও, তাদের নেতৃত্ব বৈধ।" এ ফতোয়ার জন্য অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন ইমাম। তার বিরোধীরা তার বিরুদ্ধে এই বলে সমালোচনা করত যে তিনি ফাসিকের নেতৃত্ব মেনে (?) নিয়েছেন। তিনি সেসময়টায় অনেক প্রভাবশালী ছিলেন, তাই বিদ্রোহীদের বিরুদ্ধে তার দেয়া এ ফতোয়া সমালোচিত হয়েছিল।
আমিও ইমামের এই ফতোয়ার সমর্থক।
সরকারকে এমন অবস্থায় দেখতে চাই না যাতে করে রাষ্ট যন্ত্রটির অস্তিত্ব হয়ে পড়ে বিপন্ন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৫৭