৫৫ দিন ধর্ষণ করছে জোর করে ধর্মান্তর করে, ১৭ মাসের শিশুকে ধর্ষণ করে হত্যা, একটা সময় ছিল এসবের কোন নিয়ম কানুন ছিল না, কিন্তু সভ্যতার অগ্রগতি হতে হতে আজ আধুনিক সমাজের দিকে উকি মারছে! পারছে কি আধুনিক হতে? নাকি আরও পিছিয়ে যাচ্ছে, অসভ্য থেকে তো আমরা সভ্য হওয়ার কথা, আমরা সভ্য হইলাম কই? আমাদের সমাজের ইতিহাস বেশি দিনের নয় ১০-১২ হাজার বছরের প্রথম সমাজ ছিল আদিম গোষ্ঠীবদ্ধ উপজাতি সমাজ(Primitive clan/Tribal society): এই সমাজের উৎপাদন ছিল ফল মূল সংগ্রহ ও শিকার, মানুষে মানুষে এবং নারী পুরুষে কোন বৈষম্য ছিল না, এরপর এলো দাস প্রথা ভিত্তিক সমাজ (Slave system) এই সমাজ থেকে নারী পুরুষের বৈষম্য শুরু হয়। এরপর এলো সামন্ততান্ত্রিক/রাজতান্ত্রিক সমাজ (Feudalism/Monarchy): এখানে এসে সমাজের অগ্রগতি শুরু হয় সাথে সাথে শুরু হয় ব্যাপক বৈষম্য, তারপর এলো আজকের সমাজ, পুঁজিবাদী সমাজ(Capitalism): এই সমাজের বৈশিষ্ট্য হল নারী সন্তান উৎপাদনের হাতিয়ার, নারীরা থাকবে পর্দার আড়ালে, করবে ঘরের কাজ, এখানে নারীদের অগ্রগতির ক্ষেত্রে ব্যাপক সীমাবদ্ধতা, কিন্তু আজ কিছু সংখ্যক নারী তাদের পরিবারের শিকল ভেঙ্গে রাস্তায় নামেছে, কিন্তু তার সংখ্যা প্রয়োজনের ছেয়ে নগণ্য, নারী নির্যাতনের ক্ষেত্রে পুরুষরা প্রধান দায়ী, আবার কিছু নারীরা ও এর জন্য দায়ী কারন তারা সমাজের এই অন্ধকার কুসংস্কার কে নিয়ম বলে নিয়েছে, এবং মানছে, সমাজের অর্ধেক নারী তাই নারী ছারা সমাজ অগ্রগতি সম্ভম নয়, নারী বিহীন সমাজ কল্পনা করা সম্ভব নয়, তাই ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ এসবের বিরুদ্ধে নারী পুরুষ মিলে ঐক্য বদ্ধ হওয়া জরুরী, এই সঙ্কট কে প্রতিরোধ করা এখনি দরকার, নইলে সমাজ আবার পিছনে হাটতে থাকবে, নেমে আসবে অন্ধকার, ধ্বংস হবে সভ্য সমাজ পিরে আসবে অসভ্য সমাজ। এই সঙ্কট পরিবেশিক, অর্থনৈতিক সঙ্কট না। এই সঙ্কট নৈতিক, এই সঙ্কট দৃষ্টিভঙ্গির, এই সঙ্কট মানুষিকতার , এই সঙ্কট সংস্কৃতির, সঙ্কট সমাধানে চাই সকল প্রগতিশীলদের ভুমিকা, চাই সামাজিক আন্দোলন , চাই শক্ত আইন। তাহলেই আমরা পাব নারী-পুরুষের সাম্যের দেশ।

আলোচিত ব্লগ
"মা বড় নাকি বউ বড়", প্রসঙ্গ এএসপি পলাশ সাহার মৃত্যু
এএসপি পলাশ সাহার আত্মহত্যা নিয়ে অনলাইন গরম। কেউ মা'কে দোষারোপ করছে কেউ বউকে। আর কেউ অভাগা পলাশকে দোষ দিচ্ছে। অনেকটা শাবানা জসিমের বাংলা ছবির মতো, "মা বড়... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সেই এফ-১৬
শর্ত ছিল, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্যই ব্যবহার করা যাবে। পাক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানগুলির উপর নিয়মিত নজরদারির বন্দোবস্তও ছিল চুক্তিতে। কিন্তু তা ফাঁকি দিয়েই ভারতের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
কেন আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই....
কেন আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই....
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে কয়েক হাজার মানুষকে গুম-খুন করেছে, লাখ লাখ মানুষকে নিপীড়ন করেছে। সারাদেশে তুমুল বেগে লুটপাট চালিয়েছে এবং... ...বাকিটুকু পড়ুন
অদৃষ্ট (ছোটগল্প)
বাসা থেকে বের হওয়ার সময়ই আব্বার সাথে দেখা। আমাদের পুরাতন ঢাকার এই জীর্ণ পুরাতন বাড়ির একটাই ভালো দিক, মাঝখানে একটা পেয়ারা গাছ নিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল উঠান। পেয়ারা গাছের নীচে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির রাজনৈতিক ভবিষ্যত কি?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামে যে দল গঠন করেছিলেন, তা থেকে বিএনপির অবস্থান যোজন যোজন দুরত্বে। তবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে সুশাষন প্রতিষ্ঠিত না করলেও বিএনপির বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন