ডেস্কটপ সফটওয়্যারের এরকমই কিছু বিকল্প ওয়েব এপ্লিকেশন থাকছে এই পোস্টে …
Acrobat.com
মাইক্রোসফট অফিস এবং এডোব এক্রোবেট এর বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন। এটি অনলাইন ওয়ার্কপ্লেস, ডকুমেন্ট শেয়ারিং ও স্টোরেজ, পিডিএফ কনভার্টার, অনলাইন অফিস এপ্লিকেশন ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে। এর ফিচারগুলো আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন, তবে বেশি ফিচার যুক্ত করার জন্য টাকা দিতে হবে।
Sliderocket
এটিকে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এই ওয়েব এপ্লিকেশনটি প্রয়োজনীয় সকল ফিচারযুক্ত যা আপনার চাহিদা মেটাতে সক্ষম হবে। Sliderocket আপনাকে প্রেজেন্টেশন তৈরি, ম্যানেজ, সম্পাদনা এবং শেয়ার করার সুযোগ দিবে। আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি যে কোন যায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনার প্রেজেন্টেশন এক্সেস করতে পারবেন। তবে এর প্রধান সমস্যা হচ্ছে এটি মাত্র ৩০ দিন ফ্রী ব্যবহার করা যাবে।
Aviary
চমৎকার এই অনলাইন এপ্লিকেশনটিতে রয়েছে বেশ কিছু কাজে লাগার মত ফিচার। এটি আপনাকে ইমেজ এডিটর, কালার এডিটর, ওডিও এডিটর, ইফেক্ট এডিটর, ভেক্টর এডিটর, ইমেজ মার্কআপ ইত্যাদি সুবিধা প্রদান করবে।
JayCut
ডেক্সটপ ভিডিও এডিটিং সফটওয়্যারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এই ওয়েব এপ্লিকেশনটি। এটি ব্যবহার বান্ধব কিন্তু খুবই শক্তিশালী একটি অনলাইন ভিডিও এডিটর। ভিডিও এডিট করে আপনি ইচ্ছা করলে এটি ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন।
WobZip
ফাইল আনজিপ করার যেকোন সফটওয়্যারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। ZIP, RAR ইত্যাদি জনপ্রিয় ফরমেট এর পাশাপাশি বিভিন্ন আনকমন ফরমেট আনজিপ করতে পারে।
Zamzar
দারুন এই অনলাইন কনভার্টার প্রায় সব ধরনের ফাইল কনভার্ট করতে পারে। ডকুমেন্ট, ইমেজ, মিউজিক, ভিডিও ইত্যাদি ফাইল ফরমেট কনভার্ট করতে এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করা খুবই সহজ। zamzar নিয়ে লেখা খালিদ হাসান এর এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
পূর্ব প্রকাশিতঃ বিজ্ঞান প্রযুক্তি ডট কম