না দেখতে পেলে হতাশ হবেন না। চেষ্টা করে যান। ছবি দেখার ক্ষেত্রে ব্যক্তিভেদে পার্থক্য থাকবে। কেউ কেউ চোখ রাখা মাত্রই দেখতে পাবেন আর কারো কারো অনেক সময় লাগতে পারে (আমার নিজের ক্ষেত্রে প্রথমবার দেখতে দুই দিন লেগেছিলো। এখন তাকালেই দেখতে পাই)। তবে একবার একটি ছবি দেখতে পেলে পরবর্তিতে দেখা অনেক সহজ হয়ে যাবে। পোস্ট থেকে সরাসরি দেখবেন না, ছবিতে mouse pointer রেখে right button এ ক্লিক করে আলাদা ভাবে দেখুন। প্রয়োজনে জুম করে নিন।
তাহলে শুরু করা যাক:
১. উড়ন্ত পাখি

২. মুরগীর রোস্ট পরিবেশন করা হচ্ছে

৩. দুটি ছক্কা

৪. নদীতে কয়েকটি মাছ দেখা যাবে

৫. ছবিজুড়ে একটি মাত্র ফুল দেখা যাবে

৬. ঘোড়া

৭. হাতের থাবা

৮. ইংরেজিতে the game লেখা রয়েছে

৯. ত্রিশূল

১০. দৃশ্যমান বস্তুগুলোই ত্রিমাত্রিক মনে হবে

ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহীত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৯