অনেকেই হয়তো সামুতে আমার এই লেখায় রিপোর্ট করবেন।আগাগোড়া না পড়েই ।ইতি পূর্বে এমন অভিজ্ঞতা আছে আমার। টাইটেল পড়েই অনেকে আমাকে রিপোর্ট করেছেন। এবারো যদি করেন আপত্তি নাই।
একজন পাঠক হিসেবে এমন টাইটেল নিয়ে কিছু কথা বলার উপযুক্ত সময় এখন। তার আগে আমাদের দেখা উচিত ছিলো-
মিডিয়া ফর পাবলিক নট অনলি ফর পাবলিসিটি। হাজার টাকায় একটা ডোমেইন আর হাজার টাকায় হোস্টিং কিনে আরেক জনপ্রিয় সাইট থেকে কপি পেস্ট দিলেই কি সেটা মিডিয়া হয়ে যায় ! দুর্ভাগ্য এদেশে মিডিয়ায় নাম লিখিয়েছে এমন অনেক অনলাইন। যাদের মিনিমান কোন নিউজ সেন্স নাই। এদের কাজ আরেকজনকে হেনস্তা করা, বিজ্ঞাপন না পেলে নানা অপপ্রচারে জড়িয়ে ফেলা। যাক সে কথা আরেকদিন বলা যাবে।
ইন্টারনেটের কল্যানে, এখন ছোট বড় সবাই কম বেশী অনলাইন নিউজ পোর্টাল পড়তে পারছেন।
আপনারা জানেন – সন্ধিক্ষণে পা রাখা ছেলে মেয়েরা কোন বই পুস্তকে, পত্রিকায় নগ্ন কিছু পেলে সেটা লুকিয়ে হয়তো চোখ বুলায়। কারন অন্যরা যেন খারাপ না ভাবে, ছোটরা যেন এসব দেখে বখে না যায়।
কিন্তু এমন একটা সময়ে আমরা বাস করছি-লুকোচুরির কিছু নাই। যে কেউ এক ক্লিকেই পেয়ে যাচ্ছে ওয়েব সাইটের নানান রকমের কন্টেন্ট। সেদিন এক অনলাইন নিউজ পোর্টাল দেখছিলাম। চমকে উঠলাম শিরোনাম দেখে - বিছানায় ছেলেরা মেয়ে সঙ্গীর সঙ্গে যেসব ভুল করে থাকে !
কি জঘন্য শিরোনাম রে বাপ। জানার অধিকার সবার। শেখানোর দায়িত্ব সবার। কিন্তু কাদেরকে কি শেখাচ্ছি, কোন সময়ের কি শিক্ষা দিচ্ছি সেটার নুন্যতম সেন্স মনে হয় মিডিয়া নাম ধারী এসব পোর্টালগুলির মাথায় রাখ উচিত।
প্রথমত যদি ছেলে না লিখে স্বামী আর স্ত্রী লিখতো তাহলে মানতে পারতাম।
তা না লিখে লিখেছে- ছেলে মেয়ে। যেন অবৈধ সহবাসকে বৈধতা তারা প্রথমেই দিয়ে দিলো ।
দ্বিতীয়ত এমন লাইফস্টাইলের খবর প্রচার করতে যেয়ে যদি অনলাইনের ৭০% জায়গাই এসব আবেদনময়ি শব্দ জুড়ে দেয় তাহলে সেটা কি আর চটি বই না হয়ে অনলাইন থাকে !
যে সেই আজকাল সম্পাদক সেজে বসছে। পাঠক টানতে যা ইচ্ছা তাই লিখছে। এসব কিসের ভিত্তিতে লিখছে, কতটুকো পরীক্ষামূলক, গবেষণা মূলক তার কোন ইয়ত্তা নেই। পায়ের নখ থেকে শুরু করে এরা লিখছে- গোপনাঙ্গ নিয়েও। যা সবার সামনে খুলে পড়া কারো পক্ষে সম্ভব নয়। তাদের যদি এতই হাকিমি কবিরাজি করতে ইচ্ছা জাগে তাহলে নিউজপোর্টাল না রেখে – চটি পোর্টাল বানাক না কেন... দাওয়া খানা বানাক না কেন।
ধিক তাদের যারা অশ্লীলতা দিয়ে পাঠক টেনে উপরে উঠতে চায়- তারা হয়তো জানেইনা- ঝড় থেমে গেলে সব নিরব হয়- তাদের অস্তিত্বও উধাও হয়ে যাবে...।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭