Director: Mohit Suri
বর্তমানে বলিউডের যে কয়জন পরিচালক টপে আছেন তাদের মধ্যে একজন হলেন "মোহিত সুরি"... assistant director হিসেবে Footpath ছিলো তার লাস্ট মুভি, এরপর Zeher(২০০৫) মুভির মাধ্যমে ডিরেকশনে আসেন, তারপর আর ফিরে দেখার সু্যোগ হয়নি, বলিউডকে দিতে থাকেন Kalyug, Awarapan, Murder 2 এর মতো মুভি... উনার মুভির সব'চে বড় ব্যাপার হলো, বেশির ভাগ-ই আধা-রিমেক ... "একটু তোমার একটু আমার"... এই টাইপের আর কি... ঐটা কোনো ব্যাপার না... হাজার হলেও ৯টা মুভির পরিচালক বলে কথা...
Ek Villain ছিলো তার লাস্ট মুভি... এবং এটি তার ২য় মুভি যেটি কি না ১০০কোটির ক্লাবে জয়েন করেছে...
ভালো প্রিন্টের অপেক্ষায় ছিলাম, তাই ভালো প্রিন্ট পাওয়ার সাথে সাথে বসে পড়লাম মুভিটি নিয়ে...
ডিরেকশন ঃ মোহিত সুরি আগের প্রায় সব মুভি দেখা হয়েছে, ঐ মুভিগুলোর তুলনায় যথেষ্ট বাজে ডিরেকশন... ডিরেকশন দেখে মনে হচ্ছিলো Aashiqui 2 আবার দেখছি, নতুনত্ব ছিলো বলে মনে হয় না...
স্টোরিলাইন যে ২টি ব্যাপার বাজে ডিরেকশনকে মোটামুটি কাভার করে রেখেছে তার একটি হলো, স্টোরিলাইন... মুভির স্টোরি ব্যাপক ভালো লেগেছে, যারা I Saw the Devil দেখেছেন আশা করি তাদের কাছেও ভালো লাগবে কারণ আগে-ই বলেছি, "একটু তোমার একটু আমার"... এই টাইপের আর কি... মানে আধা রিমেক... কোরিয়ান মুভি I Saw the Devil এর হুবহু কপি করা হয়নি, যথেষ্ট চেঞ্জ লক্ষনীয়... আর যারা I Saw the Devil দেখেননি তাদের কাছে কেমন লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না... স্ক্রিনপ্লে আর চমৎকার ন্যারেশনের জন্য স্টোরিলাইন আরো বেশি ভালো লেগেছে... স্টোরিলাইন আরো বেশি ভালো হইতো যদি জেনারের প্রতি আরো একটু জোর দেয়া যেতো, মুভির প্রথম ৩০মিনিট ছিলো রোমান্টিক-থ্রিলার, কিন্তু পরে শুধু একশন-থ্রিল ছিলো যা অতোটা জোরালো মনে হইনি... টুইস্ট গুলো ভালো ছিলো কিন্তু বেশিক্ষণ টেকসই হয়নি... পেছন থেকে হঠাৎ করে ভয় দেখানোর মতো আর কি...
সিনেমেট্রোগ্রাফি & মিউজিক
সিনেমেট্রোগ্রাফি খুব ভালো হয়েছে... গানের লোকেশনগুলো চমৎকার ভাবে দৃশ্যায়িত হয়েছে... যে ২টি ব্যাপার বাজে ডিরেকশনকে মোটামুটি কাভার করে রেখেছে তার আরেকটি হলো "মিউজিক"... যখন-ই মুভিতে আর কিছু খাওয়ানোর মতো ছিলো না তখন-ই সুপারম্যানের মতো আবির্ভুত হতো, অসাধারণ লিরিক্স আর কম্পোজিশনের সাথে গানগুলো... প্রতিটা গান-ই টাইমিং-এর সাথে মিলিয়ে দেয়া হয়েছে এই ব্যাপারটা প্রশংসার দাবিদার... ভেবেছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক Aashiqui 2-এর মতো হবে, কিছু হইলে-ই "tum hi hooooo" বইলা দে টান... আশায় গুড়েবালি দিয়ে ভয়াবহ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সিকুয়েন্সকে আরো বেশি প্রাঞ্জল করেছে...
একশন : এই ব্যাপারটি মেনশন করতাম না, কিন্তু কি আর করার, "আমি পরিস্থিতির শিকার"... একশন সিকুয়েন্সগুলোর কোরিওগ্রাফি দেখে মনে হয়েছে যাত্রাপালার মারামারি দেখছি, বুঝতে পেরেছি একশনগুলো রিয়ালিস্টিক করার ইচ্ছা ছিলো পরিচালক ভাইয়ের কিন্তু কি করার, জাহাজের সিকুয়েন্সে যে একশন গুলো দেখানো হয়েছে তা তো পুরাই যাত্রাপালার মারামারি... রিয়ালিস্টিক মারামারিওয়ালা অনেক মুভি বলিউডে হয়েছে কিন্তু এই রকম দেখিনি...
অভিনয় & কাস্টিং : রিতেশ না থাকলে যে কি হইতো তা আর না বলা-ই শ্রেয়... কাস্টিং পারফেক্ট ছিলো(লিড রোলের জন্য)... কিন্তু এখানে ৫০% ব্যর্থতা পরিচালক ভাইয়ের, তিনি আদায় করে নিতে পারেন নি, আর ৫০% ব্যর্থতা অভিনেতাদের ,তারা তাদের চরিত্রটি ভালো করে বুঝতে পারেননি... ট্রেলারে সিদ্ধার্তের লুক দেখে যতোটা ভালো লেগেছে মুভিতে ঠিক ততোটা বাজে লেগেছে , His screams are almost phony and made up... প্রথম দিকে ভালো লেগেছিলো... কিন্তু পরে আর ততোটা ভালো লাগেনি, আর শ্রদ্ধা আফা যদি আমাদের সাফা আফার মতো শুরু করে তাহলে তার উপর আর কোনো শ্রদ্ধা-ই থাকবে না, শ্রদ্ধা কাপুরের সব'চে বাজে যে ব্যাপারটা মনে হয়েছে তা হলো, তিনি Aashiqui 2 থেকে এখনও বের হতে পারেননি & গাজনী মুভিটা একটু বেশি-ই দেখে ফেলেছেন... ছোটবেলায় মোস্তফা গেমস যারা খেলেছেন তাদের হয়তো গেমের ক্যারেক্টারগুলোর কথা মনে আছে, তাদের এক্সপ্রেশন গুলোও মনে থাকার কথা, ঠিক তেমনি লেগেছে এই মুভিতে শ্রদ্ধা আপুর অভিনয়... Remo Fernandes-এর অভিনয় ভালো লাগেনি একটুও, মনে হচ্ছিলো এই মাত্র স্ক্রিপ্ট পড়ে শট দিচ্ছেন... অভিনয় দিয়ে যিনি পুরো মুভিকে টেনে নিয়ে গেছেন তিনি হলেন রিতেশ ভাই... সিরিয়াস রোলে তাকে এত্তো বেশি মানাবে তা কল্পনায় করিনি... সাইকো টাইপ ক্যারেক্টারে জোসসসস লেগেছে... জাস্ট ইম্প্রেসিভ পারফরমেন্স...
যে ব্যাপারটি মাথায় ধরেনি : শেষের দিকে কথা নাই বার্তা নাই, ইন্ডিয়ান ট্রেডিশন(আইটেম সং) নিয়ে হাজির হয়ে গেলেন প্রাচি দেশাই... প্রথমে প্রাচি আপাকে দেখে মনে হইলো, প্রিয়াংকা চোপড়া এই মুভিতে কি করে(রাম-লীলার লুক দেখে) ... পরে যখন ক্লোজ শটে দেখলাম, তখন বুঝলাম তা এইটা প্রাচি আফা... ভালো একটা গানের টুট টুট হয়ে গেলো, কি গান আর কি "নাচ"....
অভার অল, দেখার মতো মুভি(কিন্তু একবারের বেশি না), আমার কাছে ভালো লেগেছে, উয়িক পয়েন্টগুলো যদি না থাকতো তাহলে সুরি মোহিত সুরির সেরা মুভির একটা মাস্ট হয়ে যেতো...
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১০