এমনিতে-ই তামিল/তেলেগু থেকে একটু দূরে-ই থাকি, কারণ একটা-ই "ভাষা" । পৃথিবীর অন্যতম ভাষা যা সহজপাচ্য নহে ।
তামিল/তেলেগু সিনেমার মূল সমস্যা হচ্ছে মুভির নামটা-ই বুঝতে না পারা, অনেক সময় মুভির নাম দেখেও আন্দাজ করা যায় মুভিটি কোন বংশের । কিন্তু এই তামিল/তেলেগু সিনেমার নাম পড়েও বোঝার উপায় নাই ইহা কোন বংশোদ্ভুত ।
এই সিনেমার নাম Rajathandhiram, মানে হচ্ছে diplomacy(কূটনীতি)
দৃশ্যায়ামের পর কোনো সিনেমা দেখে মনে হয়েছে এইটা নিয়ে কিছু লেখা উচিত । সিনেমাটি মূলত দুটি কারণ ভালো লেগেছে, এক- সিম্পল স্টোরীর অসাধারণ প্রেজেন্টেশন আর অন্যটি হচ্ছে ১৩৫মিনিটের সিনেমায় মাত্র একটি গান ।
সিনেমার কাহিনী মূলত তিনজন CON MAN কে নিয়া, যারা লোকজনকে ট্রেপে ফেলে অর্থ হাতিয়ে নেয়, কিন্তু এই লাইনে ইনকাম খুব একটা না থাকায় তারা বড় কোনো প্ল্যান করার সিদ্ধান্ত নেয় । ব্যাংক রবারীর ফন্দি আটে তার কিন্তু এই প্ল্যান-ই তাদের বিরাট বড় রকমের ট্রেপে ফেলে দেয় ।
১৩৫মিনিটের সিনেমায় বোরিং ফিল করার চান্স দেননি নব্য পরিচালক A.M amid । এটি-ই তার প্রথম সিনেমা, রাইটারও তিনি নিজে-ই । স্টোরি টেলিং খুব ভালো লেগেছে, টার্ন & টুইস্ট একদম-ই আনপ্রেডিক্টেবল বলা যায় । সিনেমার প্রথমার্ধ একটু স্লো(দ্বিতীয়ার্ধের তুলনায়) ।
ডিরেকশন দেখে মনে হয়নি এটি তার প্রথম কাজ । নিজ হাতে লেখা স্টোরীর প্রতি বেশ কনফিডেন্ট ছিলেন তাই হয়তো বুঝতে দেননি এটি তার প্রথম নির্মান ।
পুরো সিনেমায় গান একটি হলেও ব্যাকগাউন্ড স্কোর খুব ভালো হয়েছে, সিকুয়েন্সগুলোকে আরো বেশি টান-টান করতে সক্ষম হয়েছে ।
পার্সোনালী আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে , যারা হেইস্ট টাইপের থ্রিলার সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৫