ইমরান ইভান (এক অন্ধ কবি)
মানুষের জীবনে হারানো বা পায়ার কিছুই নেই।
মানুষ শুধুমাত্র জীবনের স্তর গুলো পার করে যাচ্ছে।
মানুষের জীবনটা কয়েকটি নির্দিষ্ট ধাপে বা স্তরে সজ্জিত।
এই ধাপগুলো আপনাকে পার করতেই হবে।
এটা অনেকটা ভার্চুয়াল গেইমস এর মত।
ভার্চুয়াল গেইমস এ একটা লেভেল পার করেই অন্য
আরেকটা লেভেলে যেতে হয়।
লেভেল গুলো পার হয়ার সময় কেউ বেশি পয়েন্ট অর্জন করে
আবার কেউ কম পয়েন্ট অর্জন করে।
সকলকেই খেলতে হয় কিন্তু একই নিয়মে।
৫ নাম্বার লেভেল না খেলে আপনি কখনই ৬ নাম্বার লেভেলে
যেতে পারবেননা।
আপনাকে জীবনের প্রত্যেকটা ধাপে পা রাখতেই হবে।
Skip করার কোন Option নাই।
আপনি সারা জীবন শুধু কষ্টই করে যাবেন, তা হবেনা।
একদিনের জন্য হলেও আপনাকে আনন্দের স্বাদ নিতে হবে।
কঁদতে কাঁদতেই একদিন হেসে ফেলবেন।
আপনি যদি শুধু বৃষ্টিতেই ভিজতে চান তাহলে রোদে পুড়বে কে?
কেবল জ্যোৎস্না বিলাস করেই জীবন পার করে দিতে পারবেননা।
অমাবস্যার গভীরতাও উপলব্ধি করতে হবে।
ব্যর্থতা আর হতাশার পথ পাড়ি দিয়েই আজ আপনি সফল।
পৃথিবীর বিখ্যাত-অখ্যাত প্রত্যেকটা মানুষের জীবনের Circulation একই নিয়মে ঘুরে।
শৈশব পাড়ি দিয়ে যৌবনে পা রাখা। একটা উপার্জনের পথ তৈরী করে বিয়ে করা।
তারপর সন্তান উৎপাদন, তাদের ভবিষ্যৎ গড়ে দিয়ে বৃদ্ধ হয়ে যাওয়া।
প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করেই আপনাকে জীবনে স্তর গুল পার হতে হবে।
জীবনের এই গেইম খেলতে খেলতে আপনি যখন শেষ লেভেলে গিয়ে পৌঁছাবেন,
তখন আপনি না পারবেন অন্য কোন লেভেলে ফিরে যেতে,
না পারবেন প্রথম থেকে নতুন করে খেলাটা শুরু করতে।
তখন আপনার অর্জিত যতসব পয়েন্ট সবই মূল্যহীন হয়ে যাবে।
একদিন পাওয়া- না পাওয়ার এই খেলাটাকে মৃত্যুর হাতে তুলে দিয়ে
অবশেষে এই পৃথিবি থেকে Exit করবেন।।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:১০