মানুষের জীবনের গল্পটা সিনেটমা, নাটকের মত হলেও
এর শেষটা সবসময় সিনেমা, নাটকের মত হয়না।
প্রত্যেকটা সিনেমা-নাটকের Ending প্রায় একই রকম হয়।
কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের গল্পের Ending টাও হয় ভিন্ন ভিন্ন।
কারো কারো গল্পের শেষটা হয় Happy Ending.
আবার কারোরটা হয় Sad Ending.
কেউ কেউ তো শুধু বেঁচে আছে বলে বেঁচে থাকে।
অনেকেরই Ending টা হয় মৃত্যু।
এই গল্পের হিরু মানুষ নিজেই,
এক বা একাধিক ভিলেন থাকতে পারে।
তবে জীবনের গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন সে নিজেই।
কারণ, মানুষ নিজে যতটা নিজের ক্ষতি করতে পারে
তা আর অন্য কেউ পারেনা।
মানুষ যেভাবে চাই, সেভাবেই তার জীবনের গল্পটা
সাজাতে পারে।
এবার আপনিই ঠিক করোন আপনার জিবনের গল্পটা আপনি কিভাবে
সাজাতে চান।
অন্যরাতো শুধুমাত্র দেখে দেখে উপভোগ করবে।।
-ইমরান মাহমুদ ইভান
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:১৫