অবন্তীকা।
ঘুম আসছেনা। একটা দুঃস্বপ্ন তারা করছে।
তনুর মতো তোমাকেও যদি পশু গুলো...
না, না ভাবতেই দম বন্ধ হয়ে আসছে।
আমি কত স্বার্থপর দেখ!
তোমার মত তনু'ও তো কারো অক্সিজেন ছিল।
তার গলার ভেতর এখন আটকে আছে দম বন্ধ হওয়ার যন্ত্রনা আর বিচারের দাবির ক্রোধ।
অথচ আমি তোমার কথা ভাবছি!
সেই অক্সিজেনবিহীন মানুষটার গলার ক্রোধ দূর করার জন্য কি করেছি আমি?
তুমি আর আমায় স্বার্থপর ভেবোনা অবন্তীকা।
লাখো বিক্ষোব্ধ টগবগ রক্তের সাথে আমি আমার O+(ve) মিলিয়েছি।
আর কোন তনুকে ধর্ষন ও খুন হতে দিবনা।
তোমার মত অবন্তীকাদের জন্য গড়তে চাই মুক্ত, স্বাধীন, ভয়হীন এক অবাদ বিচরন ভূমি।
তনু হত্যার বিচার চাই,
তনু হত্যার বিচার চাই,
তনু হত্যার বিচার চাই। (এই শ্লোগান চলতে থাকবে.......)
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৩