আজ ২৬ শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস।
রাস্তা -ঘাটে মাইকের আওয়জে ভেসে আসছে অনেক দেশাত্ববোধক গান।
একটু আগে যে গানটা শুনে এলাম: " পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, রক্তলাল, রক্তলাল।
পৃথিবীতে সূর্য আজীবনই উদয় হবে। এটা চিরন্তন।
স্থান আর কাল বেধে এই সূর্যের রং হয় ভিন্ন।
বাংলার আকাশে আজো সূর্য উঠে রক্তলাল।
এই লাল আমার ধর্ষিতা বোনের খুনের রক্ত। এই সূর্য স্বাধীনতার আলো ছড়ায় না।
এই সূর্যদয়ের প্রতিটা ভোর আমাদের মা- বোনের পায়ে পড়িয়েছে পরাধীনতার শীকল।
এই সূর্য অস্ত যায় বিভিষিকাময় আতংকে আর দুঃস্বপ্নের অন্ধকার নিয়ে।
প্রতিটা সূর্যদয়ের ভোরে যে মেয়েটাকে আপনি নিজে সঙ্গে নিয়ে স্কুলে দিয়ে আসতেন এবং স্কুল ছুটি হলে বাসায় নিয়ে আসতেন।
একদিন এই স্কুলের রাস্তায় কিছু উত্তক্তকারী আপনারি চোখের সামনে আপনার মেয়েকে ধর্ষন কললো। কেমন লাগবে আপনার?
যেমন টা হয়েছিল ২০১৫ সালের ১৩ ই এপ্রিল, টাঙ্গাইলে বাবার সামনে দুই মেয়েকে নৌকায় ধর্ষন করে।
পকেটে টাকা নেই। প্রতিদিন পায়ে হেটে ভর্সিটিতে যান। আদরের ছোট্ট বোন এসে বায়না করলো " ভাইয়া একশো টাকা দেতো।"
যত কষ্ট করেও হোক, না দিয়ে পারেননা।
চাকরির প্রথম বেতন পেয়ে সেই আদরের বোনটিকে নিয়ে গেলেন শপিং করতে। সন্ধ্যায় ফেরার পথে কিছু বিকৃত চোখ আপনার সামনে আপনার বোনকে ধর্ষন করলো।
কেমন লাগবে? ( যেমন করেছিল ২০১৫ সালের ১২ ই অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে ভাইকে গাছের সাথে বেধে বোনকে ধর্ষন)
আপনার স্ত্রী। যে আপনার আগত এবং অনাগত সন্তানের মা।
বিকেলে বৌকে নিয়ে বের হলেন ফুচকা খেতে।
রাতে বাসায় ফেরার পথে পাড়ার রাস্তার মোড়ে আপনার স্ত্রীকে কিছু বিকৃত মস্তিষ্ক আপনাকে আটকিয়ে ধর্ষন করলো। কেমন লাগবে আপনার?
( যেমন হয়েছিল ২০১৬ সালের ১৭ ই জানুয়রী, চাঁদপুরে লঞ্চের কেবিনে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষন।)
আপনার প্রিয়তম প্রেমিকাকে নিয়ে কোন বিশেষ দিনে নতুন কাপড় পড়ে ঘুরতে বের হলেন। মানুষের ভিড়ে কিছু অমানুষ আপনার বান্ধবীর কাপড় খুলে টানা হেচরা করছে। কেমন লাগবে আপনার?
( যেমন হয়েছিল ২০১৫ সালে ১ লা বৈশাখে টি. এস. সি'র মোড়ে)
এই ঘটনা গুলো আমার আপনার যে কারো জীবনে ঘটতে পারে।
কারন বাংলার আকাশে আজো কতিপয় আমলা ছাড়া সবার জন্য স্বাধীনতার রক্তলাল সূর্য উঠেনি।
শুধু তনু নয় অসংখ্য তনু প্রতিনিয়ত এই দেশে ধর্ষিত হচ্ছে।
তাদের জীবন চলে যাচ্ছে কিছু অসভ্য বিকৃত জীবের লালসার কাছে।
সময় এসেছে রুখে দাড়ানোর। ওইসব বিকৃত চোখ আমরা তোলে নেব।
ওই সব বিকৃত জ্বীব কেটে তাদের বিকৃত মস্তিষ্তের যন্ত্রময় মৃত্যু দেখতে চাই আমরা। তনু শুধু একজনের মেয়ে বা বোন নয়, সে আমাদের সকলের বোন, মেয়ে। কারন এই অপকর্মগুলো আমাদের যে কারো সাথে ঘটতে পারে। শুধু মাত্র লোক দেখানো তদন্তের অজুহাত আমরা মানবো না।
প্রত্যেকটা ধর্ষক খুনির বিচার করে মিডিয়তে তা জন সমুক্ষুে প্রচার কররতে হবে।
শুধু সোহাগী জাহান তনু'র নয়।
আমার প্রত্যেকটা বোনের ধর্ষিত হওয়া বিচার কর এবং করতে হবে!
আমি আমার বোন হত্যার বিচার চায়।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১