কতিপয় লোক পরীক্ষা পেছানোর আমাদের এই আন্দোলন কে উপহাস করে কুৎসা রটাচ্ছে।
তারা বলছে " আগে জাবি'র শিক্ষার্থীরা তারাতাড়ি পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করত। আর এখন জাবি. অল্প সময়ের মধ্যে পরীক্ষা নিচ্ছে বলে,
পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করছে।
জাবি'র শিক্ষার্থীরা মূলত চায় কি?"
তাদের উদ্দেশ্যে বলতে চাই:-
আপনি যদি ভাত অনেক সময় রেখে ঠান্ডা করে খান তাহলে সেটার স্বাদ আপনি ভাল করে পাবেন না।
আবার যদি তাড়াহুড়া করতে গিয়ে অতিরিক্ত গরম ভাত খেয়ে ফেলেন
তাহলে আপনার জিব পুড়ে যাবে।
ভাত খাওয়ার স্বাদ ভাল ভাবে পেতে হলে একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার।
তেমনি অনেক সময় ব্যায় করে পরীক্ষা নিলে যেমন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ব্যাঘাত ঘটে
আবার নিয়ন্ত্রনহীন অতি দ্রুত গতিতে পরীক্ষা নিলেও শিক্ষার্থীদের জীবন
দুর্ঘটনায় পড়ার আশংকা থাকে।
আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আকুল আর্জি জানাচ্ছি,
তারা যেন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে
সম্মান তৃতীয় বর্ষের ২০১৪ সালের পরীক্ষার রুটিন
পরিবর্তন করে।
-ইমরান মাহমুদ ইভান
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২১