ব্লগার নিঝুম মজুমদার কিছুদিন আগে স্কাইপি হ্যাক হওয়ার ব্যাপারটা নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বিচারপতির প্রাইভেসির ব্যাপারে প্রশ্ন তোলেন। বিস্তারিত যাচ্ছি না । সেখানে তিনি উল্লেখ করেছেন যে, ঘরের মধ্যে বাগ বসিয়েই স্কাইপির ভয়েস হ্যাক করা হয়েছে। অন্য কোনো ভাবে না। অন্য কোনো ভাবে নাকি করা যায় না।
এই ধরনের কথা আইটিটর ক্ষেত্রে স্বল্প জ্ঞানের প্রমান দেয়।
কিন্তু তিনি হয়তো আইটির ক্ষেত্রে ৮০ -এর দশকে পড়ে আছেন।
জনাব এইটা ২০১২ সাল। আইটি যে কোথায় গিয়ে পৌছেছে সেটা একটু খোজ খবর করেন তইলেই বুঝতে পারবেন।
আইন তো অনেক পড়েছেন, এবার একটু আইটি সম্পর্কেও জানার অনুরোধ রইলো। কখন যে আবার বিচারপতির মতো আপনার সব কিছু হ্যাক হয়ে যাবে।
দেখুন আজকের প্রথমলোর রিপোর্টি।
স্কাইপ কথোপকথন হ্যাক করা যায়?
বি:দ্র: দয়া করে অফটপিক টেনে আনবেন না।