ছোটভাই বলল, ভাই, facebook, youtube, internet, mobile এই সব ডিজিটাল যোগাযোগের মাধ্যম যদি না থাকতো, তাহলে কি হতো বলেন তো?
প্রথমের আমার মনে আসলো, রাতে কারও সাথে বসে ঘণ্টার পর ঘণ্টা chat করা হইত না। ইচ্ছে মত যখন যা ইচ্ছে সেই গান শুনতে পারতাম না, দরকারি কোনকিছু গুগলে খুঁজতে পারতাম না, সিনেমা নামাইতে পারতাম না......... আরও হাজারটা সমস্যা।
আর কম্পিউটার না থাকলে কি হইত, নাহ আমি আর চিন্তা করতে পারছি না!
তারপর ও যা বলল, ভাই সব কথার মোদ্দা কথা, আপনি বাসা থেকে বের হইতেন। ভার্সিটি শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ভাবতেন, বাসা যেয়ে কি হবে? তাঁর চেয়ে চায়ের দোকানের আড্ডাই ভালো।
আর এখন আপনি ভাবেন, ধুর বাসায় যাই। দুইটা গান শুনি। দেখিতো facebook এ কে কি দিছে!
জীবনটা কেমন জানি matrix মুভির মত হয়ে যাচ্ছে। বাস্তবে কোন সমস্যা হচ্ছে, আমরা internet এ তাঁর সমাধান খুজতেছি। ব্লগ লিখছি। facebook এ লিখছি। মানুষ সিরিয়াসলি সে সব পড়তেছে, like দিয়ে mouse scroll করে নিচে যাচ্ছে, তারপরে yoo bro এর জোকস পড়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে।
আমার তনুকে নিয়ে দেয়া স্ট্যাটাস, স্ট্যাটাস এর যায়গায় ই থাকছে, তনু তনুর মত ভাল্লুকের দারা রেপ হচ্ছে, তনুর বাবা-মা মেয়ে হারার যন্ত্রণায় ছটফট করছে।
কোন মানে হয় এই সবের? হুদাই...............।।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১:১৩