চিত্র: সালমান এফ রহমান: হজ্রত শেখ হাসিনার উপদেষ্টা
সালমান সাহেব একজন সফল ব্যবসায়ী। ধর্ম ব্যবসা বলেন আর শেয়ার ব্যবসা বলেন, তিনি খুবই দক্ষ। তাকে আমার খুব পছন্দ। কিভাবে একজন মানুষের এরকম নিখুঁত বুদ্ধি থাকতে পারে মাঝেমধ্যে তা ভেবে ভেবে খুবই আশ্চর্যন্বিত হই। মুগ্ধ ও হই। কেমনে পারেন!
যাইহোক, তিনি পেরেছেন এটাই আসল ব্যাপার। অনেক বছর ব্যালেন্স করে চলেছেন। ১৫-১৬ বছর তো হবেই। কিন্তু ইউনুস সাহেব যেই আসলেন ওমনি গণেশ উল্টে গেল? বিচ্ছিরি কাজ কারবার।
আমার ধারণা ইউনুস সাহেব মোটেও ভালো মানুষ নন। তিনি একজন ধর্মপ্রাণ মুসলমানকে ধার্মিক থাকতে দিলেন কই?
শেষ বয়সে ইউনুস সাহেব নাপিত হবেন ভাবতেই পারিনি। জোর করে শেভ করে দিলেন?
আবারো খুউব আশ্চর্য হলাম!
আপনারা কী বলেন?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫