ছবি: [পত্রিকা ওয়েবসাইট ]
মূলকথাঃ
জুনিয়র বিচারক অসুস্থ তাই আজকে শুনানি হয়নি।
ব্যাপারটা ছোটবেলার স্কুলে যাওয়ার আগে পেট ব্যথার অজুহাতের মত।
অনেক্ষণ ভাবলাম, হাসলাম। খারিজ করার তো প্রশ্নই আসে না। ঠিক এ মুহুর্তে এটা হবে আত্মঘাতী। কিন্তু আদেশও দেয়া যাবে না। দিলেই সরকারের গদি থাকবে না।
কি একটা অবস্থা।
অতএব, বিচারক অসুস্থ। শুনানি স্থগিত।
(কোর্ট নিয়ে হাসাহাসি ঠিক হয়নি, হাসাহাসি উঠিয়ে নিচ্ছি, সরি)
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৭