এ উদ্যোগ বাস্তবায়ন হলে নিশ্চিত আমাদের অভিভাবকদের নৈতিকতার অগ্নিপরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। যে দেশের অভিভাবকরা ছেলেমেয়েদের প্রশ্নপত্র কিনে দেয় (সবাই না), সে দেশে এমন সুযোগ দেয়াটা বিলাসিতা। দেখা যাক নৈতিকতার পরীক্ষায় পাশ করতে পারেন কয়জন!
অপেন-বুক এক্সাম আধুনিক রাষ্ট্রগুলাতে হয় জানতাম, এখন বাংলাদেশেও হবে। বাহ, বাহ, মারহাবা।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ রাত ১:৪১