ভাঙ্গন
দেয়ালের শুকনো ফাটলে
তেলাপোকা দম্পতির নির্বিঘ্ন বসতি
কোথাও জমে আছে কফ-থুতু
এ যুগের জমাটবদ্ধ ঘৃণার প্রতিকৃতি-রূপে
ডায়াসে দাঁড়ানো বক্তার কথা শুনছে কেউ?
কিংবা বক্তা নিজে?
নাকি সবাই অপেক্ষায় আচানক কিছু ভেঙ্গে পরার?
সিগারেটের ধোয়ায় উড়ছে নোংরা ফিলোসফি
মুড়িওয়ালার মুড়ি পরে গেছে ঘাসের উপর হঠাৎ
কালো কাক অপেক্ষায় কখন
গাড়ির চাকায় মারা পরে কুকুর -ছানা
একটি গৃহযুদ্ধের আশায় বৃদ্ধ হল সে
ইন্ডাস্ট্রির ধোয়া বের হয়ে চলেছেই
নষ্ট ইঞ্জিন ফেটে মানুষ মরল কই আর?
জন্মহার ছাড়াই বাড়ছে মানুষ শহরে
ইনসম্নিয়া
কাল রাত্রি ছিল অসহায়
অলীক স্বপ্নে ঘাম ঝরে
আঁধারের কালো পর্দা সরায় না-পাওয়া
আর বোকা চাঁদটা লুকাতে চায় দুষ্ট শিশুর মত
মানুষের ভাবনাগুলো মাঝরাতে গলাটিপে মারতে চায়
মানুষের অমোঘ নিয়তি গ্রাস করে রূপালী চাঁদ
দীর্ঘশ্বাসে জমে শ্বাসকষ্ট
নিঠুর নিস্তব্ধতায় ভাঙ্গে স্বপ্নটা
কালো আঁধার বোঝায় সত্যের রূপ
বয়স বেড়েছে বলে তারাগুলো সব ম্লান
জেগে থাকা একাকি সারারাত
শিয়রে ঘুমন্তের ভৌতিক নিঃশ্বাস
শেষরাত্রির নীলিমা তবু কড়া নাড়ে
সকল ছায়ার মৃত্যু হয় দেয়ালে
ভাবনারা মুক্তি পায়
==================================================================
*** আজকে হঠাৎ খেলায় করে দেখলাম "সেফ" হইছি। কবে সেফ করা হইছে জানি না, ব্লগে কম আসা হয়। তবে মনটা কেমন ফুরফুরা লাগতাছে। ***