ফেরির নামঃ কোবি এক্সপ্রেস (মিরাজেট কোম্পানি)
যাত্রা শুরু (কোরিয়ান বন্দর)ঃ বুসান ইন্টারন্যাশনাল ফেরি টার্মিনাল, বুসান।
যাত্রা শেস (জাপানি বন্দর)ঃ ফুকোওকা ইন্টারন্যাশনাল ফেরি পোর্ট, হাকাতা।
ফেরি ধারনা ক্ষমতাঃ ২২৩ জন যাত্রি।
যাত্রাপথ দূরত্বঃ প্রায় ২৪০ কিমি।
যাত্রা সময়ঃ ৩ ঘন্টার কিছু কম।
রিটার্ন টিকিট এর মূল্যঃ ট্যাক্স সহ প্রায় ২০০ ইউএস ডলার (বিমান এ ছিল ৩০০ ইউএস ডলার)।
সংক্ষেপে আমি আপনাদের একটা ধারনা দেওয়ার চেষ্টা করলাম। এখন আসুন এক এক করে কিছু ছবি শেয়ার করি।
১) জাহাজের ২ তলার ভিতরের ছবি
২) বুসান বন্দর জাহাজের জানালা দিয়ে
৩) জাহাজের কিছু ছবি এবং এর ইভাকুয়েশন সিস্টেম
৪) জাপান সাগর এর যাত্রা পথের কিছু ছবি
৫) ফুকুওকার কাছে
৬) ফুকুওকাতে নেমেই বাংলাদেশি দের ঈদ পূণর্মিলনী অনুষ্টান ভাগ্যক্রমে যোগদান
৭) কনফারেন্সে কিছু বাংলাদেশি পার্টিসিপেন্ট এর ছবি
৮) কিছু ফুকোওকার ছবি
৯) নাগাসাকি এটম বোম্ব মিউজিয়াম এ কিছুক্ষন
আশা করি ছবি গুল আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ। আবার পরের পোষ্টে দেখা হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫