ব্যাচেলর মানুষ তাই এত্ত রাতে মনে ঘুম ছাড়া আর কিছু থাকার কথা না... গলার ফাসি থুক্কু গার্ল ফ্রেন্ড থাকলে হয়তো তার সাথে কথা বলা চলে...... কিন্তু আমার উনি রাতে কথা বলতে নারাজ...... তাই ঘুম ছাড়া আর কিছু ভাবার উপায় নাই.........কিন্তু তা আর হতে পারলো কই?
বসে বসে পিসিতে একটা কাজ করছিলাম...... হঠাৎ ফোনটা বেজে উঠলো... যেই নাম্বারে বিশেষ একজন ছাড়া কেউ এখন আর ফোন দেয় না এবং গত দুই মাসে মনে হয় সে একবার কিংবা দুইবার ফোন করেছিল সেই নাম্বারে... তাই এত রাতে সেই মোবাইল বেজে ওঠায় কিছুটা অবাক হলাম.....ভাবলাম আমার উনিই কী ফোন দিল নাকি? আবার দুদিন হয় আমার এক ফুফু আর তার মেয়ে আমাকে অপরিচিত নাম্বার দিয়ে কল করে যাচাই করে দেখে আমি চিনি কিনা... কিন্তু তারা এই নাম্বারে কল করার কথা না... কারণ তারা জানে এই নাম্বার বন্ধ... ০১৭১৭ সিরিজ নাম্বার... ভাবলাম যার জন্য নাম্বারটা ওপেন রাখি তিনিই মনে হয় ফোন করছেন... একটু খুশিও হলাম... .... যে নাম্বার থেকে কল আসল তা হল...: ০১৭৭৬৯৫৭৬০৩... পরবর্তী কথোপকথন
আমি: আস-সালামু-আলাইকুম (আমি হ্যালো বলার আগে সালাম দেই সেটা যেই হোক না কেন)
০১৭: ওয়ালাইকুম আস সালাম, বাবা ভালো আছিস?
আমি: জী ভালো আছি, আপনি কে বলছেন? ( কাঙ্ক্ষিতজন না হওয়ায় কিছুটা বিরক্ত)

০১৭: আমি বাবা জীনের বাদশা বলতেছিলাম, তোর মঙ্গলের জন্য ফোনটা করলাম
আমি: তো আপনি এখন ফোন করছেন কেন?( বিরক্তি দেখিয়ে )

০১৭: তোর মঙ্গলের জন্য ফোন করছিলাম
আমি: তাই বলে এত রাতে ঘুম ভাংগাইয়া ফোন করবেন?( হালকা ঝাড়ি এবং বিরক্তি )




০১৭: তাইলে বাবা রাইখা দে তুই......
আমি: আচ্ছা রাখেন (বিরক্তি প্রকাশ করে)


কথা শুনে মনে হল আমার এক মামা আছে যার সাথে মাঝে মাঝে নানান বিষয় নিয়ে মজা করি... সেটা যে কোন মুহুর্তে হতে পারে...এমনও হয়েছে যে বাথরুমে বসে বসেও আমাদের কথা চলেছে... ভাবলাম সেই মনে হয় মজা করতে ফোন দিসে... এত্ত রাতে তাই তাকে একটা মিস দিলাম... সেও এসএমএস দিল ... কথা বলে বুঝতে পারলাম নাহ এটা সে নাহ......
আপনাদের কারো যদি কোন কাজে তাহাদের দরকার পড়ে এবং তাদের কাছে পৌঁছাতে না পারলে তাদের বসের নাম্বার আপনাদের জন্য দিয়ে দিলাম......০১৭৭৬৯৫৭৬০৩






তবে কথা বলার সময় একটু সাবধান থেকে কথা বলবেন...তিনি আবার খুব ভারী গলায় কথা বলেন...
(০১৭: দিয়ে তাকে সম্বোধন করার কারন তার নাম্বারটার জন্য, জিপিকে এখানে কেউ অকারণে জড়াতে আইসেন না, জিপির সাথে আমার কিছু হয় নাই)