লিরিক:১::আমার যখন ফুরাবে দিন -- আসবে গহীন রাতি,
২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি,
থেকো প্রভূ এ জীবনে
হয়ে চির সাথী।
জীবন নদীর দু কূল জুড়ে
আসলে অমানিসা,
থাকবেনা আর দু চোখে হায়
একটু আলো দিশা,
সেদিন আমার আঁধার গোরে
তুমি থেকো বাতি।
আমার আমার বলে যখন
কাউকে পাবো না,
সেদিন আমার শূণ্য হিয়ায়
তুমি থেকো স্বান্তনা।
আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে,
আসবে না কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে,
সেদিন আমার অন্ধ চোখে
তুমি আলোর জ্যোতি।
--------------- গাণটি আমার প্রচন্ড প্রিয়।
তাই তুলে দিলাম লিরিক।
ভাল থাকুন সবাই.......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্ধ ভিখারি এবং রাজার গল্প....
এক অন্ধ ভিখারি ভিক্ষা করতে করতে একদিন রাজপ্রাসাদে ঢুকে পড়লো। অন্ধ ভিখারিকে দেখে রাজার মনে দয়া হলো। রাজা মন্ত্রী-কে ডেকে বললেন-
"'এই ভিক্ষুক জন্মান্ধ নন, একে চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার রূপান্তর
তোমার শহরে তুমি বসে আছো,
রক্তজবা হাতে…
আমার শহরে আমি,
একটি গোলাপের বাগান গড়ি—
লাল রঙে রাঙা, নিঃশব্দে ফুলে ভরে।
তুমি একদিন বলেছিলে,
রক্তজবা মানেই চিরন্তন ভালোবাসা,
তোমার অভিমানে লুকোনো ছিল রাগের আগুন,
তবু তার গভীরে ছিল... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৫ ই মে, ২০২৫ দুপুর ১২:২৫
ক্ষমতায় না বসতেই যা শুরু করেছে বিএনপি, মনে হয় না তারা তাদের যোগ্যতা বা উপযোগিতা ধরে রাখতে পারছে। এত এত করাপশন গত আগস্ট থেকে যে, এমন কোন সেক্টর নাই যে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষিত জঙ্গি মোদী ভোটের মৌসুম শুরু হওয়ার আগেই হাসিনার মতো জঙ্গি নাটক সাজায়; দুজনের পার্থক্য হলো হাসিনা নিজদেশের জনগন হত্যা করে নিজদেশের জনগনকেই দোষ দেয় অপর দিকে মোদী নিজদেশের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশপন্থীরা ভারত ও পাকিস্তানপন্থীদের হাউকাউতে অতিষ্ঠ। ভারত ও ভাদা রা মনে করে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিলো। ভারত বাংলাদেশ কে স্বাধীনতা এনে দিয়েছে। গুগলে সার্চ করলেও এমন কিছুর...
...বাকিটুকু পড়ুন