আকূল অন্ধকার
সৌমিনী সন্ধ্যা পেরিয়ে
ঝাঁঝালো ঝুম গন্ধ, ফিরে আসে
ঝাক ঝাক টিয়া, বোকা গাছেদের আদর!
বুনো শালিকের দল, ঠোঁটের তুলিতে মাখছে
নকশীকাঁথার মাঠ, ডুবো পাহাড়ের চুড়োয়
বন্দী হচ্ছে দুঃখ জাগানিয়া বাতিঘর,
প্রবাল প্রাচীরে প্রাণ পরিযায়ী, জলের পাথুরে কোল
বুকের পাজরে তাক তাক সাজিয়ে রাখা, তালাচাবি
কুমারী বেহালা তান, নাকি অর্কেস্ট্রা অভিমান!
হাতে বোবা ব্রেসলেট, কাঁধে আনন্দলতা শব
হৃদি সরোবরে- চিরল ছায়া
উদ্বায়ী উল্লাস উড়ে যায়, ডানামেলে- দুঃখ রাঙা পাখি
মাছ তো জলেরই পাখি, ওদের আঁচলে মুক্তো জমে
তবু, মেঘ উড়ে মন মেঘ উড়ে যায়
সাঁঝ নামলেই, কুয়াশার ফুলে,
রাত্রি আকূল, নির্বাক চৌকাঠ জানে
কার কপালে আঁধারের রাজটীকা, শয্যা জারুল!
চূর্ণ অলক, সিঁথির সিঁদুর নীলিমায় চুর
জেগে থাকে ঘুম
ঘুমায় আলোর গান!
কামনার ক্যারাভানে নীল বাঁশি
টিনের হুইসেলে নতজানু ল্যাম্পপোস্ট, নিচে
ভাগ্য গুনছে ক্রিস্টাল মহাকাল!
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৭