শূন্য সময়, তবু ভাবনার বালুঘড়ি
ঝিরঝিরি উল্টেপাল্টে
মিলিয়ে নিচ্ছে নিকষ অপেক্ষার জাল!
সূতো ছিড়ে মন তবু
তোর আকাশে আনমনা
চিতল, চিলের উদ্ভাস!
পড়ন্ত রোদ, তোর চিবুকে-
আবির আকুল মহাকাল!
দিগন্তে আগুন নদী
জোয়ারে জোয়ারে জারুল জোছনা বেলা-
কালবেলা, সমাহিত বৃক্ষ, সবুজ পাতায়
শব্দ সুর, বাজে স্বপ্ন
অনর্গল, নাকি অর্থহীন?
অথবা সকাতর জল...
বিজন বিকাল
আমাদের বেঁচে থাকবার,
যতসব বিষন্ন নিষাদ আকাশ
তবু
ভেসে ওঠে পরাবাস্তব খেয়ালে
ঘুম ভেঙ্গে জেগে ওঠা অতীতের আলো
সময় সমীকরণের অস্থির ধ্রুবক, নীল চোখ
কিশোরীর প্রথম রাতজাগা, - অবাক বেহুলা ভোর!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২০