যদিও আমরা বেঁচেছিলাম
তোমাদের পাতানো সময়ে,
আমাদের বুকে ছিল
বাসনা ভৈরবীর মেঘলা আকাশ
আনুভূমিক উল্লাসের উল্লম্ব যাতনায়
শিরিষ সংশ্লেষণে, আমাদের হৃদয়ে
জমেছিল কিছু সবুজ বারুদ!
আমরা চাইলেই
কাঁধে তুলে নিতে পারতাম বিপরীত বন্দুক
বুলেটগুলো চুমু খেয়ে
জাগিয়ে তুলতো মৃত জলেদের গান
তোমাদের নদী
আমরা চাইলেই
উড়নচন্ডী ভালোবাসা বোমা ফাটিয়ে
মুড়ে দিতে পারতাম
তোমাদের কংক্রিট বাগিচা
নক্ষত্র ফুলের ঝাঁপি!
পথে পথে শিশুদের হাসি
প্রেমিকার আকুল চোখে-
ঝরো হাওয়া, রূপকথা মেঘ
চাঁদেরাও যেখানে,
টিপ হয়ে সাঁজে খুকুর কপালে
পশ্চিমের আঙিনায় রঙ ছিটিয়ে, সিঁদুর
ডুবে যেত যে সূর্য, সে ছিল
শেফালীর গোপন প্রেমিক-
ঘুম ভাঙ্গিয়ে ঝরাবে বলে!
আমরাও জানতাম
ডাকিনীবিদ্যার সিন্ধু তালাশ
বোবা চিৎকারে
যদি না তেজস্ক্রিয় কাঁটাতারে
বাঁধতে আমাদের দুই হাত
সুরম্য আঁধারে দুই চোখ
আমরা যদি না হতাম,
তোমাদের পাতানো সময়ের
অসহায় দাস!
****
গত সপ্তাহে আমার লেখালেখির দুই বছর পূর্তি হইলো! সেই উপলক্ষে একখানা মেগা কবিতা পোস্ট দিয়েছিলাম, কিন্তু ভূতুড়ে ব্যাপার, আমি লেখা তৈয়ার করে পোস্ট দিলাম রাত্রি সাড়ে বারোটায়, সেই পোস্ট টাইম মেশিনে চড়ে হাজির হল দুপুর সাড়ে বারোটায়! যার ফলে আমি নিজেই আমার পোস্ট সকল পাতা- নির্বাচিত পাতা কোথাও খুঁজে পাচ্ছিলাম না! আমার মত অনেকেই হয়তো না পেয়ে থাকবেন, তাই এখানে পোস্টখানার লিঙ্ক সংযুক্ত করিলাম! যাদের হাতে নষ্ট করার মত যথেষ্ট সময় বিদ্যমান, তারা ঘুরে আসতে পারেন, ইহা এক খানা স্মৃতিচারণ মূলক পোস্ট!
লিখতে লিখতে দুই বছর!
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৪ রাত ৮:০৯