পাঁচঃ এককের ঘরে ৫ বা ০ থাকলে পাচ দিয়ে বিভাজ্য এটা সবাই জানে।
ছয়ঃ
প্রথমে দেখতে হবে দুই এর ক্ষেত্রে। একক এর ঘরের সংখ্যা দুই দিয়ে বিভাজ্য বা শুন্য হলে সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য হয়।
আর তিনের ক্ষেত্রে নিয়ম এখানে
এই দুইটাকে একত্রে করে যা পাওয়া যায় তা হল প্রথমে দুই এর নিয়ম পরে তিন এর নিয়ম। প্যাচায়ে গেছে?
১১৪ এর ৪/২=২ মানে ২ দিয়ে বিভাজ্য
১+১+৪=৬/৩=২ মানে ৩ দিয়ে বিভাজ্য
তাহলে ৬ দিয়েও বিভাজ্য
নয়ঃ
নয় এর নিয়ম তিন এর মত। ডিজিট যোগ করে ৯ দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে।
১১৮৮=১+১+৮+৮=১৮/৯=২ মানে ৯ দিয়ে বিভাজ্য।,
বিঃ দ্রঃ তিনের নিয়ম লেখার সময় হঠাৎ চিন্তা করে এই দুইটা পেয়েছি। ভুলে হলে জানানোর অনুরোধ থাকল