দুই নেতা ঘন্টাব্যাপী রুদ্ধদ্দার বৈঠক করেন দোহার ফোর সিজন হোটেলে , এই বৈঠক হলো খালেদ মেশালের তুর্কী সফর শেষে কয়েক দিনের মধ্যে। যখন তুরুস্কে বসবাসকারী ফিলিস্তেনী ছাত্ররা ইস্তাম্বুলে তুর্কী ধন্যবাদ উত্সব পালন করে। ইসরাইলি রেডিও মত়ে দেভুত্ঘ্লু ও মেশালের আলোচনার বিষয় ছিলো গাজা অবরোধ ও তুরুস্ককে গাজা পুনঃ নির্মানে সংযুক্তি করাতে ইসরাইলকে রাজী করানো।
এদিকে ইসরাইল ও তুরুস্ক অনির্দ্ধারিত বৈঠক করে যাচ্ছে এই দুই সাবেক মিত্র ৬ বছরের শীতল সম্পর্কের পর। বুধবার তুরুস্কের প্রেসিডেন্ট বলেছেন তার প্রতিনিধি মে মাসে তার ইসরাইলী প্রতিপক্ষের সাথে সাক্ষাত করবেন চূড়ান্ত একটি চুক্তিতে পৌছানোর লক্ষে। তুর্কী প্রেসিডেন্ট আরো বলেন গাজায় পানীয় জল ও বিদ্যুত সরবরাহ প্রকল্প স্থাপনে তুর্কী শর্তের একটি সমঝতা।
আঙ্কারার প্রধান দাবীগুলার মধ্যে আরেকটি হচ্ছে গাজার উপকূল এলাকা থেকে ইসরাইলি অবরোধের আংশিক প্রত্যহার। তবে ইসরাইল বলছে এই অবরোধ মিশরের সাথে সংযুক্ত যেখানে হামাসকে নিবৃত করবে চোরাপথে অস্ত্র আমদানিতে। কারণ হামাস প্রকাশ্যেই ইসরাইল ধংসের ঘোষনা করেছে এবং ইসরাইলের উপর তা ব্যবহার করে।
এছাড়াও দেভুত্ঘুলু তার দুই দিনের সফরে কাতারের সাথে একটি নিরপত্তা সহযোগিতা চুক্তি সাক্ষর করে, যার আওতায় তুরুস্ক উপসাগরীয় সুন্নী বন্ধু রাষ্ট্রগুলোতে তুর্কী সেনা মোতায়েন করবে। মেশাল গত ডিসেম্বরে তুর্কী প্রেসিডেন্ট এর্দোগানের সাথে ইস্তাম্বুলে বৈঠক করেন সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে পরিস্তিতি নিয়ে।
সৌজন্যে : অনুবাদিত , ইয়ান বেন জিয়ন লেখা হতে , বার্তা সম্পাদক টাইমস অফ ইসরাইল।
http://www.timesofisrael.com/ops-and-blogs/