আপনাদের কাছে আমার একখান জিনিস জাননের আছে। আজকাল অনেকে ক্যমেরা কিনে, ফটোগ্রাফি শিখে, জাত বেজাতের ফটুকও তুলে। তুলুক, আমার আপত্তি নাই, সব আনোখা কাজ কামের ফটুক তুলনের জন্যিই তো ক্যামেরাখান কেনা। সুতরাং তুলুক। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকেনা যখন এই পোলাডা দুদিন পর হাইপ্রোফাইল ফটোগ্রাফার হওনের লিগা বড় বড় চুল আর খোঁচা খোঁচা দাঁড়ি রাইখা কিছু টাইপড কাজকাম শুরু করে। এই ধরেন ছেঁড়া শার্ট পরা বস্তির ছেলে, ভাতের থালা হাতে গরিবের পোলা, মুখে বয়সের ছাপ পড়া বৃদ্ধা, এক ঠ্যাঙ্গের উপর দাঁড়াইয়া থাকা একখান বক, গরমের সময় রিক্সাওয়ালার তরমুজ খাওন কিংবা পোলাপানের পুকুরে লাফঝাঁপের দৃশ্য গম্ভীর মুখে তুলতে থাকে। এগুলোতে নাকি অনেক ভাবনের মত ব্যাপার স্যাপার আছে। শুধু কি তাই, এইরাম দুই একখান ছবি তুইলা চোখে মুখে যে কি ভাব তার ফুইটা উঠে কি আর বলুম।
মুন্না ভাই এমবিবিএস এ দেখছিলাম এক ফরেনার ভারতবর্ষে এসে ক্যমেরা হাতে শুধু পুওর এন্ড হাংরি পিপল খুঁইজে বেড়াইতেছিল। মুন্না ভাইয়ের সাগরেদ সার্কিট ওরে চটের বস্তায় ভইরা লাস ঘরে জ্যান্ত সাপ্লায় দিছিলো। মাঝে মাঝে এই অধমেরও এগুলানরে দেখলে এইরাম ওষুধ দেওনের সাধ জাগে। কেনরে ভাই ৫০ দশকের সেই ... ফালানি চক্কর ছাইড়া কি বার হওন যায়না? যাহোক আমি একটু কম বুঝি আপ্নেরা বুঝাইয়া কন।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৩