আরব্য রজনির কথা আমরা অনেকেই শুনেছি । এটার আরবি নাম কিতাব আলফ লাইলা ওয়া-লাইলাহ ।আমরা আলিফ লাইলা নামে জানি ।
এটা মূলত এরাবিয়ান , পারস্য , ইন্ডিয়ান , ইজিপ্টসিয়ান , মেসপটমিয়ান সভ্যতার ফোক গল্পের একটা আধার বলা যায় । যার মধ্য অনেক ইতিহাস , অ্যাডভেঞ্ছার গল্প আবার পাশাপাশি ইশপের মতন ফিবেল ও রয়েছে । সিনবাদ , আলিবাবা চল্লিশ চোর , আলাদিন এর মতন বিখ্যাত গল্প কিন্তু এই আরব্য উপন্যাসের এই সৃষ্টি ।
শাহরিয়ার নামক পারস্য এক সম্রাট এর কাছে তার স্ত্রীর শাহজাদি এর বলা গল্পগুলার সংকলনই শেষ পর্যন্ত আরবি সাহিত্যর অন্যতম শেষ্ট গ্রন্থে রুপ নেয় ।
এটি বিভিন্ন ভাষার অনুবাদিত হয়েছে । সর্ব প্রথম এটি ১৭০৬ ইংরেজিতে The Arabian Nights' Entertainment টাইটেলে অনূদিত হয় । তার পরে ফ্রেঞ্ছ থেকে শুরু করে ইউরপিয়ান অনেক ভাষাবিদ তাদের নিজের মতন করে অনেক ভাবে অনুবাদ করেছে । মজার ব্যাপার হল এটি যে ভাষার সাহিত্য তারা যতটা না একে মর্যাদা দিয়েছে তার চেয়ে বহু গুন বেশি মর্যাদা এবং গবেষণা করেছে ইউরপিয়ানরা । এই আরব্য রজনির অনেক গল্পের স্থানের সাথে আল-কোরআনে উল্লেক কৃত কিছু স্থানের মিলও পাওয়া গেছে ।
এটি থেকে তৎকালীন আরবের কালচার , জাতি , শাসন , শোষক , অর্থনৈতিক অবস্থা , অপরাধ অনেক কিছুই আন্দাজ করা যায় ।
আরব্য রজনির ম্যানুস্কিপ্ট
এটি সর্ব মোট ১০০১ টি অসাধারন গল্পের সমষ্টি । এটা মূলত ইসলামিক গোল্ডেন এজ এর সময়কালে প্রচলিত গল্প এর সংকলন । যার ভেতর গল্প এর পাশাপাশি অনেক কবিতাও আছে ।


ভূমিকা
অন্যান্য পৃষ্ঠা
সূচীপত্র
ভলিউম ১ (৩ - ৯৪পৃ )
ভলিউম ২ ( ৯৫ - ১৯৪পৃ.)
ভলিউম ৩ ( ১৯৫ - ৩১৮পৃ. )
ভলিউম ৪ ( ৩১৯ - ৪৩৩পৃ.)
ভলিউম ৫ ( ৪৩৪ - ৫৩৫পৃ.)
ভলিউম ৬ ( ৫৩৬ - ৬১৮পৃ. )
পাসওয়ার্ড : somewhereinblog
অনেকেই ডাউনলোড করতে পারছিলেন না । সেজন্য সকল ফাইল রিজুমেবল হোস্টিং সাইটে আপলোড করে দিলাম । যারা আগে নামাতে পারেন নাই এখন চেষ্টা করে দেখতে পারেন ।
ভাল লাগলে সবার কাছে শেয়ার করে পৌছে দিতে পারেন

পুরাতন কিছু পোস্ট




ভৌতিক গল্প :-* এবং কালজয়ী লেখকদের কিছু ভৌতিক গল্পের অডিও বই ( সংগ্রহে রাখার মতন )

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৪