বড় সাইজের কোনো ফাইল বা মুভি ডাউনলোড করতে আমরা সচারচর টরেন্ট ব্যবহার করি । কিন্তু টরেন্ট দিয়ে ডাউনলোড করতে অনেক সময় লাগে । তাই আসুন দএখি কিভাবে আইডিএম দিয়ে টরেন্ট ফাইল খুব দ্রুত ডাউনলোড করা যায়।
১। এখান থেকে প্রথমে আইডিএম এর লেটেস্ট ভার্সন টা ডাউনলোড করে নিন। ( যদি না থাকে)
২। তারপর এই সাইট এ যান ।
৩। সাইন আপ বাটনে ক্লিক করে ঐ সাইটে সাইন আপ করে ফেলুন।
৪। এরপর যে কোনো টরেন্ট সাইটে যান । যেমন ( extratorrent , mnova ইত্যাদি। ) এবং আপনার
আপনার মুভি বা সফটওয়্যার এর টরেন্ট ফাইলটি পিসি তে ডাউনলোড করে ফেলুন।
৫। এখন , আবার zbigz সাইটে ফিরে যান এবং Upload বাটনে ক্লিক করুন ।
৬। Go Free বাটনে ক্লিক করে ফাইলটি সেখানে আপলোড করুন ।
৭। কিছু সময় এর জন্য অপেক্সা করুন .....
৮। দেখবেন আপনার টরেন্ট ফাইলটি আপলোড হওয়া শুরু করেছে......
৯। নিচের ছবির মতো গ্রীন বাটন দেখা গেলে , আপনার ফাইলটি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে।
১০। Limited Speed- Free তে ক্লিক করলে আপনার ফাইলটো আইডিএম দিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে।
টিউটেরিয়াল টি এখান থেকে নেয়া হয়েছে।
পূর্বে পুশকিন ভাই এর দেখানো সাইটে এখন মনে হয় সমস্যআ হয় , তাই এই বিকল্প কৌশল।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ রাত ১০:৪৯