আর ৭ দিন বাকি। তারপরই শুরু হবে নতুন বছর। এখন পর্যন্ত এ বছরে পোস্ট করা হয়েছে আনুমানিক 209 492 (২ লাখ ৯ হাজার চারশত ৯২) টি লিখা। সবার পক্ষে এতো পোস্ট হয়তো পড়া সম্ভব না । চোখের আড়ালেই চলে গেছে অনেক পোস্ট। তাই কষ্ট করে খুজেঁ ১০ টি সেরা আজব পোস্ট (আমার কাছে) বের করলাম । ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
১।
মডু, সেফ বানাইয়া দাও। আর ভালো লাগেনা। লিখতে ইচ্ছে করে।
লিখেছেন জানা ১৭ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০২
এইবার ক্যাচাল থেকে ১০০ হাত দূরে থাকবো। তবু সেফ করে দাও, মডু। এমন একটা দিন গেলো। বিজয় দিবস নিয়ে কোন পোষ্ট দেইনাই। রাগ করে। আর পারিনা। লিখতে ইচ্ছে করে। মডু, সেফ কইরা দাও। আগামী কয়েকমাসে ক্যাচাল করবোনা।.........
২।
প্রয়োজনীয় ৪০ হাদিস
লিখেছেন আসিফ মহিউদ্দীন২৯ ফেব্রুয়ারী, ২০১১ দুপুর ১২:০৮
০১। নবী করিম (সাঃ) বলেছেন- যে পর্যন্ত কোন ব্যক্তির অন্তরে তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানব সমাজ হতে আমি অধিকতর প্রিয় না হই সে পর্যন্ত সেই ব্যক্তি পূর্ন ঈমানদার হইতে পারবে না।
০২। নবী করিম (সাঃ) বলেছেন – যে ব্যক্তি অন্য জাতিকে অনুসরন করে সে তাদেরই দলভুক্ত।
০৩। নবী করিম (সাঃ) বলেছেন- মুসলমানকে নিন্দা করা কবিরা গুনাহ।.......
৩।
শহীদ সাগর- যে সাগর রক্তের বিনিময়ে এসেছিলো বাংলার স্বাধীনতা
লিখেছেন পুষ্পিতা. ১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৭
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা!!
ঠিক এমনি এক সাগর আমি দেখেছি। ঠিক এমনি এক সাগরের ঠিকানা জানি আমি। রাজশাহী বিভাগের নাটোর জেলায় উত্তরবঙ্গ চিনিকল বা গোপালপুর স্যুগারমিল এর অফিসার্স কলোনির মাঝে বয়ে চলেছে সে লোহিত স্রোতধারা। নীল সাগরের স্বচ্ছ শীতল জলের বদলে প্রবাহমান সেথায়...
৪।
মধ্যরাতের উপযোগী একটি ১৮+ পোস্ট.........
লিখেছেন জিসান শাহ ইকরাম ২০ শে মে, ২০১১ রাত ২:০১
পোস্ট পড়তে হলে ভিতরে ঢুকুন..........
৫।
হ্যাঁ, আমি শিবির করি। কোন সমস্যা . . . .
লিখেছেন রাজসোহান ০২ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০
আমি শিবির করি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে নাগরিকদের মৌলিক মানবাধিকার সংবিধান স্বীকৃত। যে কেউ তার ইচ্ছা মত চলতে পারে। তবে হ্যাঁ সেটা যেন কখনই অন্যের ক্ষতির কারণ হয়ে না দাড়ায়। বাংলাদেশে ছাত্রদের মধ্যে ছাত্রশিবির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি দল। আলোচিত ও সমালোচিতও কম নয়। শিবির সম্পর্কে মানুষের কৌতূহলের...
৬।
একটা কবিতা লিখতে চাই
লিখেছেন ফিউশন ফাইভ ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
একটা কবিতা লিখতে চাই।
আমি-তুমি'র কবিতা হতে পারে,অথবা ব্যর্থতার,বা নিসর্গের। বিপ্লবের কি সাম্যের কবিতা হলেও সমস্যা নেই।
কিন্তু একটা কবিতা লিখতেই হবে। ......
৭।
ইংরেজি অনুবাদের কুরআন শরীফ আর বাঙলা অভিধান কই পাওয়া যাইবো কেউ কইতে পারবেন?
লিখেছেন দু-পেয়ে গাধ ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
না বুইঝা কুরআন পইড়া লাভ নাই। আরবি কি আমার ভাষা? ঐডা পইড়া সময় নষ্ট। আবার আমগো বাঙালি হুজুরগো বিদ্যা-বুদ্ধি পাঞ্জাবীর পকেটে, এরা বাঙলা ভাষায় ভালা অনুবাদ করবো হেই আস্থা অন্তত আমার নাই। হের লাইগা ইঙরেজি ভাষায় ল্যাখা কুরআন কিনবার চাই? কই পাওয়া যায় কইবার পারেন?........
৮।
টেকী পোস্ট। help Plz
লিখেছেন হাসান মাহবুব ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০
আমার e-mail এ প্রচুর mail জমা আছে। জেগুল CD করে রাখা দরকার। একটু জানাবেন কি? কি ভাবে mail কে সব ঠিক রেেখ CD করব....................
৯।
অতি জরুরী বিধায় রিপোস্ট করলাম... টেকি হেল্প চাই ফাইল রিকোভারী করার ভাল কোন সফটওয়্যার কাছে থাকলে প্লিজ সাহায্য করুন
লিখেছেন আরিল ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৩১
আমার কম্পিউটার থেকে খুবই গুরুত্বপুর্ন কিছু ফাইল ডিলিট হয়ে গেছে। এখন ফাইলগুলোকে কিভাবে ফিরিয়ে আনব ???????? শুনলাম রিকোভারী সফটওয়্যারের লাইসেন্স না থাকলে ফিরিয়ে আনা ফাইলটি কমপ্লিট আসেনা। অতএব কারও কাছে লাইসেন্স সহ ভালো সফটওয়্যার থাকলে হেল্প করেন প্লিজ...
১০।
ধুরররর ছাই.... অবশেষে প্রেমে পড়েই গেলাম.....
লিখেছেন রােশদ হাসান ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৩
ভাবছিলাম জীবনে প্রেমের পাশ দিয়েও যাবনা...। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল... ধুর ছাই.....
২০০৯ সালের টা পড়তে চাইলে ক্লিক করুন
২০১০ সালের টা পড়তে চাইলে ক্লিক করুন