আমাদের ব্লগে যেমন রয়েছে কিছু কমন কমেন্ট যেমন : এই প্লাস লন, শুধু মন্তব্য করার জন্যই লগইন করলাম ইত্যাদি। ঠিক তেমনি বাংলা সিনেমায় রয়েছে কিছু প্রচলিত ডায়লগ যেমন: ছেড়ে দে শয়তান , ছেড়ে দে। আসুন দেখি বাংলা সিনেমার সেই ডায়লগগুলো কিভাবে ব্লগে কমেন্টরূপে প্রকাশ করা যায়।
সিনেমার ডায়লগ:আইন নিজের হাতে তুলে নিবেন না।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: ব্লগে বিশাল ক্যাচাল। দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করে গালগালি পর্যন্ত ছড়িয়ে গেছে। সেই মুহূর্তে নোটিশবোর্ড এর পোস্টে আগমন।
কমেন্ট: নীতিমালা নিজ হাতে ভাঙবেন না।
সিনেমার ডায়লগ: ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তোর কি মা বোন নেই
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: যথারীতিভাবে,জনৈক ছাগু ব্লগে পোস্ট করেছে স্বাধীনতা বিরোধী লেখা। সাথে সাথেই সেই পোস্টে সিপিজি গ্রুপের এক ব্লগারের আগমন।
কমেন্ট: দূরে যা ছাগু, দূরে যা। তোর কি দেশ প্রেম নেই।
সিনেমার ডায়লগ:তুই বামন হয়ে আকাশের চাদের দিকে হাত বাড়াস, তোর এতো বড়ো সাহস।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে:সার্ভারের সমস্যাজনিত কারণে ব্লগ কিছু সময়ের জন্য বন্ধ থাকবে, এই ধরণের পোস্ট দিয়েছে নোটিশবোর্ড। এতেই এক ব্লগার ক্ষিপ্ত হয়ে কমেন্ট করলেন মাইনাস। সাথে সাথেই
নোটিশবোর্ডের জবাব: তুই সামান্য ব্লগার হয়ে মডুকে মাইনাস দিস।তোর এতো বড়ো সাহস।
সিনেমার ডায়লগ:তুই আমার দেহ পাবি তো মন পাবি না।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে:একজন নতুন ব্লগার সেফ হয়েই একটা ১৮+ পোস্ট দিলেন। ৫-১০ মিনিট পর দেখলেন , পোস্ট হিট হয় কিন্তু কেউ কমেন্ট করে না।তিনি কিছুই না বুঝে ভিজিটর লিস্ট তা দেখলেন। তারপর উনাদের ব্লগে গিয়ে কমেন্ট করলেন .........
কমেন্ট: তুই আমাকে ভিজিটর লিস্টে পাবি তো কমেন্ট পাবি না। হু।
সিনেমার ডায়লগ: অপারেশন সাকশেসফুল।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে:সদ্য ধরা খেয়েছে নতুন ছুপা ছাগু।এই নিয়ে এক ব্লগার পোস্ট দিয়েছেন "অমুক ব্লগার কট" । সেই পোস্টে সিপিজি গ্রপের এক সদস্যের কমেন্ট।
কমেন্ট: ছাগু হান্টিং সাকশেসফুল।
সিনেমার ডায়লগ:চৌধুরী সাহেব, টাকা দিয়ে মানুষ বিবেচনা করা যায় না।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে:জনৈক সেলিব্রেটি ব্লগার পোস্ট দিয়েছেন " আহ! ১ লাখ হিট হয়ে গেলো।" এতে এক ব্লগার হিংসিত হয়ে কমেন্ট করলেন.....
কমেন্ট: জনাব সেলিব্রেটি, হিট দিয়ে ব্লগার বিবেচনা করা যায় না।
সিনেমার ডায়লগ:তোর জন্য আমার ১২ টা বছর জেলে কেটেছে, ফিরিয়ে দে আমার ১২ টা বছর।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: ব্লগের এক আপাদমস্তককারী গালিবাজ ব্লগার। যেই নিকে আসে সেটাই ব্যান খায়।আগে তার সমস্যা হতো না কিন্তু সমস্যা হয় এখন কারণ এক নিক সেফ হতেই সময় লাগে ৬ মাস।তাই তার নতুন নিক সেফ হয়ে যাওয়ার পরই চলে গেলেন নোটিশবোর্ডের পোস্টে।
কমেন্ট:তোরা আমার ১২ টা নিক ব্যান করেছিস।ফিরিয়ে দে আমার ১২ টা নিক।
সিনেমার ডায়লগ:মা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: সেইফ হয়েই এক নতুন ব্লগার দৌড় দিলেন, তার ব্লগে প্রথম কমেন্টারের পোস্টে........
কমেন্ট: ভাইয়ায়ায়া..আমি সেফ হয়েছি।
সিনেমার ডায়লগ: তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে:এক ব্লগার আরেক ব্লগারের লেখা কপি করে মেরে দিয়েছে। এতেই মূল লেখক রেগে গিয়ে চোরের পোস্টে কমেন্ট করলেন
কমেন্ট: তুমি আমার লিখা নিয়ে ছিনিমিনি করেছো তোর ভাল হবে না শয়তান।
সিনেমার ডায়লগ: অপরাধী যেই হোক না কেন, আইন সবার জন্য সমান।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: সাম্প্রতিক বিষয় নিয়ে পোস্ট এসেছে নোটিশবোর্ড নিক থেকে । নোটিশবোর্ড এর পোস্ট দেখে সব ব্লগার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কারণ সবাই গণ হারে মাইনাস দিচ্ছে। একজন নতুন ব্লগার কিছুই না বুঝতে পেরে কমেন্ট করলো , সবাই এই পোস্টে এত মাইনাস দিচ্ছে কেনো? এই কমেন্টের জবাবে এক সিনিয়র ব্লগারের...
কমেন্ট: পোস্টের বিষয় যাই হোক না কেনো নোটিশবোর্ডের পোস্টে মাইনাস দেওয়ার অধিকার সবার জন্য সমান।
সিনেমার ডায়লগ: না মা না, এমন কথা বলোনা। আমি ঐ মাস্তানকে বিয়ে করতে পারবো না। আমার পেটে যে রাজ এর সন্তান।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: বেশি ভাড়ামো করতে গিয়ে ধরা খেয়েছে ব্লগের এক রেসিডেন্ট। এ নিয়ে গোটা ব্লগ তোলপাড়। সেই রেসিডেন্টের ব্যান দাবী করে পোস্ট দিয়েছে একজন ব্লগার। সেই পোস্টে মডুর কমেন্ট....
কমেন্ট: না না না আপনারা এমন পোস্ট দিবেন না । তাকে আমরা ব্যান করতে পারবোনা। সে যে আমাদের পেইড ব্লগার।
সিনেমার ডায়লগ: আজ থেকে ২০ বছর পর......
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: কোনো মতেই সেইফ হচ্ছে না এক নতুন ব্লগার । ঘন্টায় ঘন্টায় সেফ হওয়ার জন্য মেইল করতেছে মডু বরাবর। শেষ পর্যন্ত পোস্ট দিয়ে ফেলেছেন " হে মডু , আমি কবে সেফ হবো।" মডু তার এহেন কর্মকান্ডে বিরক্ত হয়ে গিয়ে তার এক মাল্টনিক থেকে কমেন্ট করলেন।
কমেন্ট: আজ থেকে ২ বছর পর......
সিনেমার ডায়লগ: আজ তোর একদিন কি আমার একদিন।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: প্রায় সব পোস্টেই।
কমেন্ট: আজ তোকে প্লাস দিয়ে গেলাম, কাল আমাকে দিস।
সিনেমার ডায়লগ: সানডে-মানডে ক্লোস কইরা দিমু।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: ব্লগে ফ্লাডিংকারীর যে কোনো পোস্ট এ।
কমেন্ট: আরেকটা পোস্ট দে খালি, তোর সানডে-মানডে ক্লোস কইরা দিমু।
সিনেমার ডায়লগ: তোমার স্থান পায়ে না মা , বুকে।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: নাস্তিকের পোস্টে আস্তিকের কমেন্ট।
কমেন্ট: তোর স্থান ব্লগে না বেটা , জাহান্নামে।
সিনেমার ডায়লগ: তোমাকে আমি ত্যাজ্য পুত্র ঘোষণা করলাম।
যে ধরণের পোস্টে ব্যবহার করা যাবে: এক ব্লগারের ফান পোস্ট নামে একটি হালকা সুরসুড়িমূলক পোস্ট দিয়েছেন। কোনো ব্লগারই তার পোস্ট পড়ে হাসতে পারে নাই।
কমেন্ট: আপনার পোস্ট আমি আমার জন্য ত্যাজ্য ঘোষণা করলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৫