
পয়েন্ট এন্ড শুট দিয়ে ফটোগ্রাফি করি বেশ কিছুদিন হল। আমার এক বন্ধু পরামর্শ দিল আমি যেন একটা এস.এল.আর কিনে নেই। এস.এল.আর এর প্রথম ধাপ হিসেবে আপাতত একটা সেমি-এস.এল.আর কিনতে চাচ্ছি।
তাই এ ব্যাপারে যারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ আশা করছি।
ব্র্যান্ড: ধারনা নেই। প্রচলিত ভালো কোন ব্র্যান্ড
পিক্সেল: পিক্সেল এর উপর তো শুধু প্রিন্ট সাইজ নির্ভর করে। ইমেজ কোয়ালিটির সাথে এর সম্পর্ক নেই। সুতরাং ব্যাপার না।
অপটিক্যাল জুম: ১০ এক্স এর উপর চাই।
ব্যাটারী: অবশ্যই লিথিয়াম আয়ন হতে হবে।
ডিসপ্লে, আই.এস.ও, সাটার স্পিড, মেমরি, ফ্লাশ, ইত্যাদি সাধারণ সেমি-এস.এল.আর-এ যেরকম থাকে সেরকম থাকলেই হল।
বাজেট: পনেরা-বিশ হাজারের মধ্যে হলে চলবে।
অন্যান্য: বাংলাদেশের বাজারে পাওয়া না গেলে কিনতে পারব না।
এখন কি বলা যাবে কোন ক্যামেরটা কিনলে ভালো হবে...?