
একটু আগেও আমি বিশ্বাসী ব্লগার আছিলাম । এখন আর নাই । কর্তৃপক্ষ আমার উপ্রে থাইকা বিশ্বাস হারাইছেন । আমি এখন এলেবেলে টাইপের ব্লগার , অতি সাধারন ।
কর্তৃপক্ষরে আমার ছালাম । উনাদের সিদ্ধান্তের উপরে আমার পূর্ব ঘোষিত সমর্থন ।
তয় , গত ২৪ ঘন্টায় কাউরে গালি দেই নাই , কোন অশ্লীল ছবি পোস্ট করি নাই , কাউরে ডিস্টার্ব করি নাই , মোদ্দা কথা নীতিমালার কোন অংশ ভাঙছি বইলা বুঝতে পারিতেছি না । নিজের মনে খালি রম্য লেখালেখি করতেছি , সবই কাল্পনিক লেখা ।

নিজের ব্লগের নোটিশ বোর্ডেও কিছু পাইতেছি না যাতে কইরা কারনটা জানতে পারি ।
সুতরাং সাধারন ব্লগার হিসাবে আমার ডিমোশনে কিঞ্চিত মর্মাহত হইলাম । তয় , সাধারন পাবলিক সাধারন ব্লগার হিসেবেই বেশি আরাম পামু বইলা মনে হয় । অসাধারন হইবার কাম নাই ।
( এই পোস্টের পরে আমারে যদি আরো এক কি দুই ধাপ নামাইয়া এক্কের খতম কইরা দেন , তাইলে কী আর করা । আপ্নাগোরে অগ্রিম ঈদ মুবারক ।)
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০০