( উৎসর্গ : যাদের নিক বারবার হারায় , অবলীলায় )
ঘর থেকে বেরুতেই চৌকাঠে যদি পা লেগে যায় ,
উফ করে একটা শব্দ কেবল , খানিক বসে যাওয়া কুসংস্কারে
তাই বলে চৌকাঠ আটকাতে পারে না যাত্রার পথ ।
মাঝরাতে একপ্যাকেট সিগারেট হাতে গভীর তৃষ্ঞায়
যখন দেখা যায় , দেশলাই বাক্সটা পুরোটাই খালি,
বোকার মতো দাড়িয়ে থাকা কেবল ,
তাই বলে নিকোটিনকে তালাক দেয় না কেউ পরদিন ভোরে ।
মাঝপথে শত্রুরা উড়িয়ে দিলে বাধাই কালভার্ট,
গেরিলারা ঐটুকু পথ সাতঁরেই পার হয় ,
দেরী হয় আধঘন্টা কেবল ,
তাই বলে থেমে থাকে না শুকর হননের উৎসব ।
এই সব ব্যান ফ্যান , হ্যান ত্যান , ওসব সময় দেয়
খানিক বিশ্রামের , শুধু নিরাপদ থাকতে চায় একহালি নপুংসক।
মাইক্রোফোনের তার ছিড়ে গেলে , সেটাকেই জুড়ে দিয়ে
ঠিকঠাক কথা বলে যায় আসরের সত্য বলা বাগ্মী ঘোষক ।
১. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:০১ ০