যাওয়ার কথা বাড়িতে । সকাল থেকেই বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ায় ঘুম থেকে উঠার পরও শুয়ে আছি। উঠলাম , ভাবলাম বাইরে কিভাবে বের হওয়া যায়। বাসায় কথা বললাম। চট্রগ্রামের রাস্তায় রাস্তায় পনি উঠে গেছে জানলাম আম্মার কাছ থেকেই(টি.ভি. সংবাদের ভিত্তিতে)। কি আর করবো। পি.সি. অন করলাম, ভাবলাম প্রত্রিকা পড়ি কিছুক্ষন যদি এর মধ্যে বৃষ্টি থামে ।নেটে বসলাম , গুগল মামারে প্রত্রিকা খুজতে দিলাম।
এক সাথে প্রথম আলো, নয়া দিগন্ত আর কালের কণ্ঠ নিয়া বসলাম। ফন্ট জামেলায় পড়ে নয়া দিগন্ত পড়া বাদ দিলাম(আমার ......!! প্রত্রিকা, এমন এক ফন্ট ইউজ করে যে কোন ভাবেই দেখতে পারলাম না) যাক প্রথম আলো আর কালের কন্ঠ পড়ছি।খবরের হেডলাইন গুলো পরছি আর পাতা উল্টাচ্ছি। খালেদার বিরুদ্বে মামলা, তারেকের মামলার শুনানি, মিলন হত্যায় পুলিশের হাত...............এইসব। প্রত্রিকায় বিনোদনের পাতাটা খুব একটা খোলা হয় না কখনোই। তার উপর টিভিসূচি দেখার তো প্রশ্নই আসে না, ( কখন কি অনুষ্ঠান দিচ্ছে তা দিনে কয়েক বার করে টি.ভি. তেই প্রচার করে চ্যানেল কর্তৃপক্ষ)!! আজ হঠাৎ করে বিনোদনের পাতা খুলে বসলাম। সেলিম আল দিন স্মরনে, আফজাল হোসেনের সাক্ষাৎকার, লেডি গগার কপি-পেষ্ট..... ....... এইসব। কালের কন্ঠের পাতার নিছের দিকে চোখ পড়লো। টি.ভি. সূচীর পাশে আজকের হাইলাইস করা ছবি দুটোর দিকে তাকালাম। আমিতো পুরোই তাজ্জব বনে গেলাম!! এদের হাইলাইট করা ছবিদুটো ই দুটো হিন্দি বস্তাপঁচা সিরিয়ালের !!
বাংলাদেশে এখন ২০ থেকে ২৫টা টি.ভি. চ্যানেল আছে। সার্বক্ষনিক অনুষ্ঠান প্রচার হচ্ছে। এও সব অনুষ্ঠানের মাঝে কি এমন কি একটা নাটক পর্যন্ত নেই, যা হাইলাইট করা যায় !! অন্যান প্রত্রিকা খুজে দেখলাম, বেশির ভাগ প্রত্রিকায়ই ভারতীয় ললনাদের উদ্দত বসন সম্বলীত কাভারেজ। ভারতে যেখানে আমাদের টি.ভি. গুলোর সম্প্রচার বন্দ্ব থাকে, যেখানে কালেভদ্রেও ভারতীয় প্রত্রিকায় আমাদের মিডিয়ার দুই লাইন কাভারেজ পায় না সেখানে আমাদের প্রত্রিকায় বলিউড, টালিউডের নগ্নতার প্রকাশ অহরহ হয়ে চলছে। মানলাম আমাদের ব্যাবসায়িক মুভিগুলোর মান খারাপ। কিন্তু আমাদের টি.ভি. নাটকগুলো তো ওদের বস্তাপঁচা সিরিয়াল গুলোর ছেয়ে অনেক গূণ ভালো।
যেখানে আনিসুল হক, ফারুকী , হাযেন , রেদোয়ান রনি , চয়নিকা চৌধুরী বা সালাউদ্দীন লাবলুর মত সৃষ্টিশীলদের নাটক যেখানে সবার কাছে নন্দিত, সেখানে এই রকম বস্তা পঁচা সিরিয়াল গুলোকে প্রতিষ্ঠা করার কেন এই তৎপরতা ??
ভারতীয় মিডিয়ার আগ্রাসনে এমনিতেই যেখানে আমাদের মিডিয়া গুলো কোনঠাসা সেখানে কালের কন্ঠের মত প্রত্রিকার এই রকম ভাদামীর মানে কি??
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২০