রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি গানের শেষ লাইনে জামাত তারপরে শিবির যুক্ত হইয়াছে মাগার আমাদের মোরগ মুরগি গুলা "ভাদাকার" হয়ে গেল!!
যেই সব ভারতীয় দালাল ১৯৭১ সালের রাজাকাদের মতো ২০১৩ সালে ভাদাকারী করে দেশ কে ধ্বংস করে যাচ্ছো তোমাদের বিচার কাদের মোল্লার থেকে ও নির্মম হবে। আমার কথা মনে রাখি ও।
তোমাদের ভাদাকারী(ভারতীয় দালালী) দিনের আলোতে নয় রাতের অন্ধকারে ও দেখা যাচ্ছে। রাজাকারেরা যেভাবে ধর্ম কে ব্যবহার করেছে আর আজ তোমরা যেভাবে মুক্তিযুদ্ধ কে ব্যবহার করছো । আর হাসিনা ক্ষমতার নেশায় বুদ হয়ে আছে। হাসিনা তার এই জীবনের সকল রাজনীতিক অর্জন কে বিসর্জন দিয়েছে "জয়" কে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বানানোর খায়েশে। চরিত্রহীন বামেরা হাসিনার সাথে রামের গান ধরেছে। হাসিনা না থাকলে তোমাদের এই গান ব্যবসার কি হবে?
যেভাবে মানুষ মেরে নতুন গনহত্যার রেকর্ড করে যাচ্ছো তাতে তোমাদের
কি হবে?
শাহরিয়ার কবির, বনমন্ত্রী হাসান দেখা মাত্র গুলির থিউরি। পাটমন্ত্রী লতিফের ঘরে ঘরে যে হত্যা করার জ্বালাময়ী ভাষন ৭১ রের রাজাকাদের কথা মনে করিয়ে দেয়।
আমার নিজের এলাকার ১০ জন ছেলে জীবন দিয়েছে। তাদের জন্ম হাসিনা খালেদার গনতান্ত্রিক স্বৈরাচারী জামানায়। ৭১ রে নয় যে তোমরা তাদের নাগরিকত্ব অস্বীকার করবা। যদি তাদের তোমরা পাকিস্তানী বলো তাহলে তোমাদের খোমা খানা আয়নাতে দেখো আর বন্কিমচন্দ্রের "বান্দে মা্তেরাম গেয়ে...। হিন্দুস্তানে চলে যাও।
আমরা রাজাকার এবং ভাদাকার মুক্ত স্বাধীন দেশ চাই। যে দেশের জন্য
৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে। সুজাতা সিং, পন্কজ সরন, পিনাক রন্জন
দের শুধু রাষ্ট্রদূত হিসেবে রাখার জন্য। আর সোনিয়া মন মোহন কে ইন্দ্রিরা গান্ধীর মতো বন্ধুত্বের বেশী কিছু নয় তা প্রমানের জন্য। তোমরা লেমিট ক্রস করলে দেখবা আরেক সিরাজ শিকাদারের মতো হাজার হাজার সিরাজ শিকদারের জন্ম হবে। পশ্চিমে আর ভারতে যতই সন্ত্রাসবাদের গান তুলবা তত-ই তারা দেশে জনপ্রিয় হবে।
মিড়িয়ার ভাই বোনেরা ভাদাকারী ছেড়ে দেশের জন্য কিছু করেন। না হলে ... না থাকবে মিড়িয়া তার আবার সাংবাদিক দিয়া মানুষ কি করবে?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭