বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যত ক্রিকেট খেলোয়াড় কে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে জাতীয় দলে রাখার কারনে তার মইধ্যে আশ্রাফুলই মনে হয় সব চেয়ে বেশী সমালোচনার শিকার হয়েছে। যাক বেটা আশ্রাফুল নাই অথচ দল একন আয়ারল্যান্ডের সাথে ৭ উইকেটে হারে আর নেদারল্যান্ডের লগে ৬ উইকেটে হারে!! জাতীয় দলের সাথে ১৫ কোটি মানুষ হারে! শুধু হারে না আমাদের ক্রিকেট বোর্ডের আবাল গুলান। তারা লুটেপুটে খাচ্ছে আর রাজনীতি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে মুক্তিযুদ্ধের চেতনায় লোটাস লাগানো হবে আবাহরনীর মতো করে।
স্টেডিয়াম কার নামে হবে? কিন্ত কোন উন্নতমানের পিচের দরকার নাই!
জগত সেরা পেসার কিন্তু স্লগ ওভারে বল করতে পারে না!
দেশ সেরা স্পিনার অথচ মাঝে মইধ্যে উইকেট পায়( আশ্রাফুলের মতো)।
তিনজন ব্যাটিং কোচ অথচ লোটাসে চিন্তা করে দেকলো আর ১ জনের দরকার! তবে বোলিং কোচের দরকার নাই!! কারন আমাদের আছে জগত সেরা পেসার দেশ সেরা স্পিনার অথচ বল ঘুরে না শুধু ঘুরে তার বেতন।
কিছু কিছু খেলোয়াড় জন্মের আগেই জনপ্রিয় কারন উৎপল সুভ নামের চাগলদের জাবর লেখার কারন।
আহমউল্ল্যাহ একবার ভালা খেইলা এখন সে ওয়ানডেতে তেষ্ট খেলে!!
মুশফিক পুলাটা কি শুধু ভাত খায়? তার ঘাস খাওয়া জরুরী না হলে বেড়ে উঠা হবে না।
ফিটনেস জিনিষটা কি? তার কোন দরকার আছে? এইটা কি খায় না গায়ে মাখে?
আমাদের আরো উন্নতি করতে হবে নেপাল অথবা আফগানিস্তানের সাথে হারার জন্য।
আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের কিরা সাম্বাদিকদের বিদেশে রপ্তানী করা হোক নয়তো কমোলার বনবাসের মতো তাদের কে ুন্দে বাঁশ ভইরা লন্ডনে পাচার করা হোক।
দল জিতলে প্লেয়ারেরা বুনাস পায় হারলে কি বেতন নেয় না?
বাংলাদেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চলে ভবিষৎতের দেশ গড়ার কারিগর বানানোর জন্য! যদি ছাত্ররা খেলাধুলার পরিবেশ পায় তাইলে গনতন্ত্রের কিতা হৈবে? জাতির কারিগর বা কেম্নে বাহির হৈবে?
হল দখল, টেন্ডারবাজি, রেপ সহ আরো কিছু বিষয় কে খেলাধুলার মর্যাদা দেয়া হোক। এবং আন্তর্জাতিক প্রতিযুগিতার আয়োজন করা হোক। ১০০% শিউর এই তিনটা খেলায় আমাদের দামালেরা চ্যাম্পিয়ান হবে।
যদি না হয়?!!! অসুবিধা নাই! সীমান্তের কাছাকাছি ওপারে যে সব প্রগতিশীল ডাইল(ফেনসিডিল) কারখানা আছে সেখান থেকে বিনাশুল্কে আমদানী করা হবে কথা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী আপা এবং চিদ্মারামের সাথে।
ভাবতেই ভালো লাগছে গোলাম মুস্তফা মারা গেছে কিন্তু ভাবনায় আমাদের ছাড়ে নাই!! কেন ...... দেশ এগিয়ে যাচ্ছে......... চাপাবাজিতে...... আর .... চাটুকারদের জয় হচ্ছে যেখানে সেখানে........
জয়বাংলা।
বাংলাদেশ জিন্দাবাদ।
হারিতে হারিতে শিখিবে হারারতে কোন দোষ নাই!!
যৌবন যার হারার সময় এখন তার।
বুড়া বয়সে অবসরে যাইবা মরিবার পরে হারিয়া কি করিবা?
দেখতে যে পারুম না! কোন ব্যবস্হায় কি তা দেখা যাবে......।
বিগ্গানী ভাইয়েরা??????????????????
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ রাত ৩:৩০