একটা তালিকা বানাতে চাচ্ছি...
প্রধাণত ঢাকা শহর কেন্দ্রীক। তবে ঢাকার বাইরেও তথ্য পেলে সংযুক্ত করা হবে।
কোথায় কোথায় দেশী কাপড়ের দোকান আছে-
তৈরী পোশাক কোথায় কোথায় পাওয়া যায়-
দাম কেমন হবে-
এই তথ্যগুলো থাকলে যারা আসলেই দেশী কাপড় কিনতে চায়, দেশী পোশাক পড়তে চায় তাদের খুব সুবিধে হবে। আর প্রচারও বাড়বে দেশী পোশাকের।
প্রতিটা মার্কেট/দোকানের নাম সহ পোশাকের ধরণ আর দামের কিছুটা বর্ণনা থাকলে পাঠক যারা ক্রেতা তাদের মূল্যায়ন করতে সুবিধে হবে।
আজিজ সুপার মার্কেট-
───────────
লোকেশনঃ
শাহবাগ থেকে পশ্চিমে কাটাবনের দিকে যেতে, বিএসএমএমইউ (প্রাক্তন পিজি) হাসপাতালের মার্কেটটার পরের মার্কেটই আজিজ সুপার মার্কেট।
বর্ণনাঃ
এখানে ছেলেদের তৈরী পোশাক থেকে শুরু করে, বাচ্চাদের পোশাক এবং মেয়েদের শাড়ী, সালোয়ার-কামিজও পাওয়া যায়। দামও হাতের নাগালের মধ্যে। কিন্তু একেবারেই দেশী স্বাদ পাবেন।
আর দেখতেও বেশ সুন্দর-নজরকাড়া।
উল্লেখযোগ্য কয়েকটা দোকানঃ
দেশাল, লাল নীল সাদা কালো .... ইত্যাদি
বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেটঃ
──────────
লোকেশনঃ
মিরপুর রোডে অবস্থিত, ঢাকা কলেজের বিপরীতে।
বর্ণনা
দাম তো কমই । দাম রেঞ্জে বলা একটু কঠিন । যা মনে হয়েছে ৩০০ থেকে ১২০০ এর মধ্যেই সব । বেশীর ভাগ কাপড়ে দামাদামি খুব বেশী করা যায় না, আসলে করার নেইও ।
আর এই মার্কেটর কাপড় গুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয় ।
একটু খুঁজতে পারলে বেশ দারুণ কাপড়ও কিনতে পারা যাবে।
বেনারসী পল্লী
───────
লোকেশনঃ
মিরপুর
তথ্য পেতে সাহায্য করেছেনঃ
মোঃ খালিদ রহমান
কাজী মৈত্রী
তথ্য প্রাপ্তি সাপেক্ষে পোস্ট এডিট করা হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪