একজন লেখক তার চেহারা দেখিয়ে নয় বরং তার শব্দের মধ্যে সুরের ঝংকার তুলে কিভাবে পাঠককে পাগল করতে পারে তা বুঝলাম সামহোয়্যারইন ব্লগের এক ক্ষ্যাপা, পাগলাটে কবির লেখায় ।
হ্যাঁ, তাকে কবিই বলবো ।
আগে যাই লিখেছেন, বর্তমান সময়ে শুধু কবিতাই লিখছেন ।
যদিও তাকে যতদূর বুঝেছি সব ধরণের লেখা তার কাছ থেকে আসা সম্ভব । কিন্তু তাকে আমি কবিই মানবো । অথবা অনুভুতিতে কাঁপন জাগানো শব্দে যাদুকর !
আমি তার পোস্টে মন্তব্য করি মূলত তার কাছ থেকে দারুন দারুন জবাব পেতে । তার পোস্টে ভাবনার প্রকাশ যেমন অসাধারণ, তেমনি প্রতি মন্তব্যে/জবাবে তার প্রকাশ অনন্য ।
ক্ষ্যাপাকে ক্ষ্যাপাতে কি যে আনন্দ !
সে রাগ করলে, অভিমান করলে, বিরক্ত হলে দারুন দারুন কথামালা বেরিয়ে আসে তার ভাবনার ঝুড়ি থেকে ।
তার প্রোফাইলেই মেইল এড্রেস দেয়া আছে, কখনো কখনো যে তার সাথে ব্লগের বাইরে কথা বলতে ইচ্ছে হয় নি তা নয়...বরং নিজেকে এই ভেবে নিয়ন্ত্রণ করেছি যে, তাকে ব্যক্তিগতভাবে চিনতে নয়...বরং তার লেখাই আমি পড়তে চাই ।
এমন কথার প্রাচুর্য দেখে সত্যিই ইদানিং আমারও কথা শিখতে ইচ্ছে করছে নতুন করে ।
শব্দের এই যাদুকরের জন্যে রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ।।