আমি নিজেকে কখনও অগ্রজ ভাবি না, বিশেষ করে লিখনীর ক্ষেত্রে। আর লিখালিখি জিনিসটা স্রষ্টার সৃষ্টি। আমি সেই সৃষ্টির কাছে খুবই নগন্য। তবুও অবিরত চেষ্টা করেছি মানুষ ও মানবতার কল্যানে কিছু কাজ করার। সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আজ আমি বড় বেশী ব্যস্ত। আর তার কারণ সময়কে সময় দিতে হয়েছে বলে।
অামার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা সতি্য অাজ অামি ধন্য ! এভােব স্বরণ করার জন্য।
তবুও কিছু স্মৃতি, কিছু প্রিয় মূখ আমাকে সারক্ষন ভাবায়। হয়তো তুমি তার মধ্যে অন্যতম। সেটা যে ভাবেই গ্রহন করো না কেন। আমি অতীত ভ’লি না। ভ’মিনা প্রিয় মুখগুলো। আজকাল জীবন আর জীবিকার তাগিতে নিজেকে বড় বেশী ব্যস্ত করে ফেলেছি। সময়ের অবগাহনে আজকাল আমাদের চারপাশে বড় বেশী বেহায়া ভালোবাসা। বড় বেশী অস্তিরতা। এসব আমার একদম ভালোলাগে না। তারুন্য ভাসে ফেইসবুক, ওয়ার্সআপ আর ভাইবারে। আমি ভাসি কলমের নোনা জলে। সেই জলে কখনও কখনও রুপালী তারার ঝিলিক উকি দেয়। হয়তো বা তুমি তাই। তোমাকে কি ভ’লা যায়। যায় না বলেই প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক কিছু হুদয়গ্রাহী কথা আজ লিখতে মন চাইলো।
হে বণ্দু, প্রিয়তম মূখ। আমি আজও আছি আগের মত। শুধু নিদারুন কিছু বাস্তবতা আমাকে প্রতিনিয়ত অক্টোপাসের মতো আকড়ে ধরে থাকে। আমি কিংবা আমরা কেউই সেই াক্টোপাসের বাহিরে বের হতে পারিনা। সময় যেনো এভাবেই দ্রুত ফুরিয়ে যায়। আজকাল বড় বেশী একাকি মনে হয় নিজেকে। কবিতার খাতায় গুন ধরেছে অনেক দিন। এখন ইন্টারনেটের বহতা সময়ে কজন বল ব্লগিং করে। আামার ভীষন ইচ্ছে করে আগের মতো তোলপাড় করা কিছু লিখা ছাড়ি। কিন্তু সময় বের করতে পানি না।
ঠিক তখন তোমার মমতাময় কথামালা আমাকে বড় বেশী জাগ্রত করে তুলে। সেই ডাক আমি ফিরিয়ে দিতে পারবো না। চেষ্টা থাকবে আবারও নিয়মিত হতো। যোগাযোগের মাধ্যম গুলো আজকাল বড় বেশী সক্রিয়। মানুষ আগের মতো আর ডাকযোগে ভালোবাসার চিঠি লিখে না বলে। ডাকপিয়ন আসে না বাড়ীর আঙ্গিনায়। স্টার্ট ফোনের রঙ্গিন জগতে বিচরণ সবার। চাইলেই মূহুর্তেও মধ্যে একজন আরেকজনকে দেখে নিতে পারে। আমিও সেই সূত্রে গাথা। শুধু হয়না যোগাযোগ। যদি চাও হতে পারে সেই যোগাযোগ। না হয় তাকিয়ে থাকলাম সেলোফোনের স্কিনে। যদি ভেসে উঠে তোমার সেল নম্বর। থাকলাম অপেক্সায়। যেমন করে ধীরে ধীরে শীত বিদায় নিয়ে বসন্তের আগমণী দিনের অপেক্ষায়।
হে প্রিয় বন্ধু, আমার আগমনী বারান্দায় কার ছায়া পড়ে। সে কি তোমার অপেক্ষা। শুধুই কি নিদারুন স্বপ্নীক না বাস্তবতা জানি না। এই লিখা এবং ছবিটি শুধু তোমার জন্য। ভালো থেকো বন্ধু তুমি.........
আমার আগমনী বারান্দায় কিছু স্মৃতি, কিছু প্রিয় মূখ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ২টি উত্তর


আলোচিত ব্লগ
জীবনের গল্প- ৯৪
নাম তার তারা বিবি।
বয়স ৭৭ বছর। বয়সের ভাড়ে কিছুটা কুঁজো হয়ে গেছেন। সামনের পাটির দাঁত গুলো নেই। খেতে তার বেগ পেতে হয়। আমি তাকে খালা বলে ডাকি।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ি বুনো ফল-রক্তগোটা ভক্ষন
পাহাড়ি বুনো ফল রক্তগোটা এর রয়েছে বিভিন্ন নাম-রক্তগোটা, রক্ত ফল, রক্তআঙ্গুরী, রক্তফোটা, রক্তজবা পাহাড়িরা আবার বিভিন্ন নামে ডাকে। এর ইংরেজী নাম ব্লাড ফ্রুট।
প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
শেষমেষ লুইচ্চা হামিদও পালিয়ে গেলো!
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় ফেসিস্ট হাসিনা ও তার দল আম্লিগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছে দলটির চোরচোট্টা নেতাকর্মীরা। অনেক চোরচোট্টা দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলো আম্লিগ সরকারের... ...বাকিটুকু পড়ুন
অপারেশন সিঁদুরে নিহত আইসি ৮১৪ বিমান অপহরণের সঙ্গে, জইশ জঙ্গি মাসুদের ভাই রউফ আজ়হার:
অপারেশন সিঁদুরে নিহত আইসি ৮১৪ বিমান অপহরণের সঙ্গে যুক্ত, জইশ জঙ্গি মাসুদের ভাই রউফ আজ়হার: ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আব্দুল-সহ পাঁচ জঙ্গি আইসি-৮১৪ বিমান অপহরণ করেছিল। মাসুদ আজ়হার আলভি-সহ তিন... ...বাকিটুকু পড়ুন
কওমী শিক্ষা ইসলামের বিকলাঙ্গ শিক্ষা
সূরাঃ ৫ মায়িদাহ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, রক্ত, শূকরমাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু,... ...বাকিটুকু পড়ুন