আমি এসেছি, বলতে এসেছি কিছু কথা
কিছু শব্দ আর বাক্যের গুঞ্জন নিয়ে
ফেরা হলো এ দ্বারে !
কিছু কথামালার ফুঁলঝুড়ি
যেন মত ও মন্তব্যের ঘরে বারবার ঘুরোঘুরি
স্পর্শের সেতুঁবন্ধন দিয়ে বারবার ঘুরে যাই
এঘর-ওঘর!!!
কিছু আবেগ জমানো কথা আর অমৃত্যের স্বাদ
কালি ও কলমের সাথে যুদ্ধ
যেন শেষ রাত্রী ও সূর্য ডোবার সাথে সাথে!
আর ব্যস্ততার কথোপকথন তো আছেই!
অযুহাত! শত কষ্টের বেড়াজালে
আশাহত কিছু অমৃত্ বাণী শুনি
সময়ে অসময়ে !!!
কিছু প্রাণের স্পন্দন শুনি, মুঠোফোন আর
তারবাহী কোন যন্ত্রে
কখনোবা কোন বন্ধু কিংবা প্রিয় মানুষ
স্বদেশ কিংবা বিদেশে!!
হাজার ব্যস্ততার উপখ্যান, আর যান্ত্রীক জীবনের যান্ত্রীকতা
যেন তালমাতাল কোন নৃত্য দিয়ে যাই দিবারাত্রী
কিংবা বেসুরে গলায় মমতার আচ্ছাদনে
বেসুরে কোন রিংটোন!!
শত শব্দের বেড়াজালে আটকে থাকা জীবনের
প্রতিটি বিন্দু যেন বারবার টান দেয়
সময়ের তারে!
হারিয়ে যাওয়া কিছু স্মৃতি ভাললাগা আর মন্দলাগা
হিসেবে নিকেষ কষে যাওয়া খানিকটা সময়
খুঁজে বেড়াই হয়তো নিজের অজান্তে...!!
শুধু তাই নয়!
আমার এ কাব্যের পেছনে কিংবা এ কথামালার পৃষ্টে
কারও অনুভূতি যেন সন্দিহান
আমার অস্তিত্ব! আমার সত্ত্বা !
হয়তোবা আমাকে আমিই চিনিনা
কখনো হিমু কিংবা মিসির আলীর মতো ভাবি
কিংবা স্বস্তা ধরের কোন পংক্তিমালার কাব্য লেখক!
না !
সেরকমটা বোধহয় ভাবাই হয় না।
কখনো কাগজের পাতায়
কিংবা ক্যামেরার পেছনের সেই মানুষটি
নাম শিরোনাম সংবাদ খুঁজে বেড়ানো আর
দৃশ্যের অন্তরালে ছাইমাখা কিছু শব্দ!!!
আবার ব্যস্ততা, নিথর কিছুটা সময়
নিস্তব্দ কিছুটা দিন,
তারপরও যেন ছুটে চলা নিরন্তর কোন ঝানে
আমার না বলা কথামালার যান্ত্রীকতায়!
প্রিয় ব্লগার রুবেল শাহ আমাকে কতটা মিস করেছিল তা অনেকেই জানেনা। সেই দূরপ্রবাসে থেকেও মুঠোফোনে বারবার যোগাযোগ। শুধু রুবেল ভাই নয় অনেকেই ....!!!
কেন যে আমার এই স্বস্তা ধরের লেখাগুলো কারও ভাল লাগে। হয়তো এই ভাললাগার ভীড়ে মাঝে মাঝে আমার আত্মার কথাগুলো ফুঁটে উঠে সময় অসময়ে!!! তাইতো....!!!
আমাকে আমি চিনিনা........./ ভাস্কর চৌধুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন


আলোচিত ব্লগ
আগামী কয়েক মাসে যা যা ঘটতে পারে এবং চ্যাটাং চ্যাটাং
শেখ হাসিনা চলে যাবার পর-
উপদেষ্টারা ভালো কিছু করে দেখাতে পারেননি। বরং সমগ্র বাংলাদেশে চুরী, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি ত্রিশ গুন বেড়েছে। সেই সাথে দূর্নীতি ও ধর্ষন অব্যহত আছে। এমন... ...বাকিটুকু পড়ুন
নীরব বিদ্রোহ: অস্তিত্বের অচেনা মুখ
কোনো কিছুর ভেতরে থেকেও তার অংশ না হওয়া, এটাই অস্তিত্বের নীরব বিদ্রোহ।
এই কথা শুধু একটি চিন্তা নয়, এক গভীর অস্তিত্ববাদী স্বীকৃতি। এটি সেই নিঃশব্দ প্রতিবাদ,... ...বাকিটুকু পড়ুন
ভারত-পাকিস্তান যুদ্ধ হবে না যে কারণে
ভারত-পাকিস্তান যুদ্ধ হবে না যে কারণে
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র—ভারত ও পাকিস্তান—দীর্ঘদিন ধরে বৈরিতা, সীমান্ত সংঘর্ষ এবং অবিশ্বাসের মধ্যে রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতা এবং কূটনৈতিক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বিএনপিকে নিশ্চিহ্ণ করে দিবে
আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বিএনপিকে নিশ্চিহ্ণ করে দিবে
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ও প্রভাবশালী দল হিসেবে আত্মপ্রকাশ করলেও, সময়ের ব্যবধানে দলটির চরিত্র... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনূস যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন: সেভেন সিস্টার্স দখল করতে বলেননি !
পাকিস্তান-ভারতের এক্স মিলিটারি কর্মকর্তারা জোশে অনেক কথাই বলে থাকেন তাদের জনগণকে আলী বুঝ দেয়ার জন্য। ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলার বিষয়ে ভারতের সেনাবাহিনীর সিদ্ধান্তকে চূড়ান্ত বলে... ...বাকিটুকু পড়ুন