আমি এসেছি, বলতে এসেছি কিছু কথা
কিছু শব্দ আর বাক্যের গুঞ্জন নিয়ে
ফেরা হলো এ দ্বারে !
কিছু কথামালার ফুঁলঝুড়ি
যেন মত ও মন্তব্যের ঘরে বারবার ঘুরোঘুরি
স্পর্শের সেতুঁবন্ধন দিয়ে বারবার ঘুরে যাই
এঘর-ওঘর!!!
কিছু আবেগ জমানো কথা আর অমৃত্যের স্বাদ
কালি ও কলমের সাথে যুদ্ধ
যেন শেষ রাত্রী ও সূর্য ডোবার সাথে সাথে!
আর ব্যস্ততার কথোপকথন তো আছেই!
অযুহাত! শত কষ্টের বেড়াজালে
আশাহত কিছু অমৃত্ বাণী শুনি
সময়ে অসময়ে !!!
কিছু প্রাণের স্পন্দন শুনি, মুঠোফোন আর
তারবাহী কোন যন্ত্রে
কখনোবা কোন বন্ধু কিংবা প্রিয় মানুষ
স্বদেশ কিংবা বিদেশে!!
হাজার ব্যস্ততার উপখ্যান, আর যান্ত্রীক জীবনের যান্ত্রীকতা
যেন তালমাতাল কোন নৃত্য দিয়ে যাই দিবারাত্রী
কিংবা বেসুরে গলায় মমতার আচ্ছাদনে
বেসুরে কোন রিংটোন!!
শত শব্দের বেড়াজালে আটকে থাকা জীবনের
প্রতিটি বিন্দু যেন বারবার টান দেয়
সময়ের তারে!
হারিয়ে যাওয়া কিছু স্মৃতি ভাললাগা আর মন্দলাগা
হিসেবে নিকেষ কষে যাওয়া খানিকটা সময়
খুঁজে বেড়াই হয়তো নিজের অজান্তে...!!
শুধু তাই নয়!
আমার এ কাব্যের পেছনে কিংবা এ কথামালার পৃষ্টে
কারও অনুভূতি যেন সন্দিহান
আমার অস্তিত্ব! আমার সত্ত্বা !
হয়তোবা আমাকে আমিই চিনিনা
কখনো হিমু কিংবা মিসির আলীর মতো ভাবি
কিংবা স্বস্তা ধরের কোন পংক্তিমালার কাব্য লেখক!
না !
সেরকমটা বোধহয় ভাবাই হয় না।
কখনো কাগজের পাতায়
কিংবা ক্যামেরার পেছনের সেই মানুষটি
নাম শিরোনাম সংবাদ খুঁজে বেড়ানো আর
দৃশ্যের অন্তরালে ছাইমাখা কিছু শব্দ!!!
আবার ব্যস্ততা, নিথর কিছুটা সময়
নিস্তব্দ কিছুটা দিন,
তারপরও যেন ছুটে চলা নিরন্তর কোন ঝানে
আমার না বলা কথামালার যান্ত্রীকতায়!
প্রিয় ব্লগার রুবেল শাহ আমাকে কতটা মিস করেছিল তা অনেকেই জানেনা। সেই দূরপ্রবাসে থেকেও মুঠোফোনে বারবার যোগাযোগ। শুধু রুবেল ভাই নয় অনেকেই ....!!!
কেন যে আমার এই স্বস্তা ধরের লেখাগুলো কারও ভাল লাগে। হয়তো এই ভাললাগার ভীড়ে মাঝে মাঝে আমার আত্মার কথাগুলো ফুঁটে উঠে সময় অসময়ে!!! তাইতো....!!!
আমাকে আমি চিনিনা........./ ভাস্কর চৌধুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন


আলোচিত ব্লগ
স্যাটায়ার পোস্ট : " মুজিব " ছবিতে অভিনয় করেও জায়েদ খান যে কারণে বেঁচে যেতে পারেন !
ইন্টেরিম সরকার দেশ ব্যাপী মারাত্মক সংস্কার শুরু করেছে। সে সংস্কারের অংশ হিসাবে ' মুজিব : একটি জাতির রূপকার ' ছবির সাথে সম্পৃক্ত লোকজনকে সাইজ করতে মাঠে নেমেছে পুলিশ।... ...বাকিটুকু পড়ুন
৩০ লক্ষ মানুষকে অতিদারিদ্র হওয়া থেকে রক্ষা করতে যা করা প্রয়োজন
বিশ্বব্যাংক আশংকা করছে এই বছরে বাংলাদেশে আরো ৩০ লক্ষ মানুষ অতিদরিদ্র হবে।
বাংলাদেশে আগামী ছয় মাসের মধ্যে ৩০ লাখ মানুষকে অতিদরিদ্র হওয়া থেকে রক্ষা করতে হলে দ্রুত, কার্যকর... ...বাকিটুকু পড়ুন
Attack on Titan দেখার অনুভূতি
স্পয়লার ফ্রি লেখা। পড়তে পারেন।
Attack on Titan এনিমে সিরিজটা দেখে শেষ করেছি মাসদেড়েক আগে। এইটা যখন শেষ করেছি তখন মাথার মধ্যে এমন অবস্থা ছিলো যে এইটা নিয়ে লেখার মত অবস্থায়... ...বাকিটুকু পড়ুন
হাদিসের মান নির্ধারণের প্রচলিত পদ্ধতি সঠিক নয়
সূরাঃ ২ বাকারা, ২৮৬ নং আয়াতের অনুবাদ-
২৮৬। আল্লাহ কারো উপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তার।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। দেশে স্টারলিংকের ইন্টারনেটের সর্বনিম্ন মাসিক খরচ ৪২০০ টাকা
অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও একই... ...বাকিটুকু পড়ুন