মুক্তি চাইছি সাকা চৌধুরীর
মাগো, তোমার জন্ম বুঝি আজ সার্থক হল
তোমার প্রসবিত সন্তান আজ পুর্ণ মর্যাদা পেল
তোমার খুনী সন্তানের জন্য আজ পালন করছি
হরতাল আমরা, গৌরবে। করছি মিছিল, ভাঙচুর করছি।
দাবী তুলছি মুক্তি চাই খুনী বেজন্মার,
মুক্তি চাই যুদ্ধাপরাধীর, মুক্তি চাই ধর্ষকের, ডাকাতের,
ঔদ্ধতকারীর, মুক্তি চাই রাজাকারের, স্বাধীনতা বিরোধীর।
মাগো তোমার জন্ম আজ সত্যিই সার্থক,
তোমার অন্ধত্ব আমাদের চেতনালোকে আলোড়ন
তোলেনি কোন, কখনও। আমরা মিছিল ডাকিনি,
দাবী তুলিনি মুঠোবদ্ধ হাতে, গর্জন করিনি গলার ধমনী ফুলিয়ে,
কিন্তু
তোমার কুষ্ঠরোগটার স্থায়ী আবাসের পক্ষে
আমরা আজ সোচ্চার। দাবী তুলছি, ক্যন্সার
জীবানুর ব্যক্তিগত আবাসন প্রকল্পে, দাবী তুলছি
গ্যংগ্রীন আক্রান্ত অঙ্গটাকে জীইয়ে রাখতে।
আমরা মুক্তি চাইছি বেজন্মা শুয়োরের,
আমরা মুক্তি চাইছি জারজ রাজাকারের,
আমরা মুক্তি চাইছি ফনা তোলা কালসাপের,
আমরা মুক্তি চাইছি ডাকাত আর সন্ত্রাসীর
তার মানে,
আমরা মুক্তি চাইছি সাকা চৌধুরীর!!!
**কবিতাটা ইমেইলে পেলাম । জানি না কে লিখেছেন... একেবার আমার মনের কথা লিখেছেন। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি!