-------------------------
হারিয়েছি আমার শৈশবের নিষ্পাপ 'আমি'
জানিনা কোথায় গেলে খুঁজে পাব তারে;
না পেলে যে বৃথা আমার জীবন জগৎ
আমার কাছে ছিল সে স্বর্ণের চেয়েও দামী!
নিষ্পাপ 'আমি' ছিল আমার সেরা সংগী;
তাকে হারিয়ে হয়েছি পথভোলা পথিক
সদা বাধা দিত পাপকাজে বন্ধু হয়ে আমার
উৎসাহ দিত ভালোকাজে হয়ে চলারসংগী!
নিষ্পাপ 'আমি' দরকার জীবনে সবার;
গড়তে মুমিন জীবন হতে সফলকামী
পেতে নির্দেশনা চলতে সরল সঠিক পথে
পালন করতে হুকুম মহান আল্লাহর।
ফিরে এসো আমার 'আমি' না করে অভিমান
তোমার প্রতিক্ষায় কাটে আমার দিবস-রজনী
দেখাও আমায় সিরাতুল মুস্তাকিমের পথ
ফিরিয়ে দাও আমার হারানো গৌরব সম্মান!!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯