মাঝরাতে আয়নায় তরুণ যুবা দ্যাখে নিজের বিম্ব
কখনো কখনো কুরবানির ব্ল্যাক বেঙ্গল গোট মনে হয়
আঁটি আঁটি পত্রপল্লব কন্ঠসম্মুখে
গলকম্বল আদরে আঁখিপল্লবে জল জমে যায়
সারারাত ডেকে ফিরে, মানুষের সাথে কি কথা তাঁর?
আগামীকালকের মৃত্যুর চেয়ে এই মুহূর্তের সঙ্গই জরুরি।
অন্তর্মুখীন স্বভাব তোমার, বিষণ্নতা সঙ্গী
তবু নির্জনতা কে ভালোবাসে!
উদ্যানে উদ্যানে খুঁজে সমুদ্রের কোলাহল
সিম্ফনিক গর্জন, মনোটনাস হৈচৈ, খোলা আকাশ
হে তরুণ আর কতকাল এই নেশাতুর হাওয়াইআন আনন্দ?
[এক সময়ের মন তোলপাড় করা প্রিয় কবি মোহাম্মদ রফিক উদ্দেশে - এই শালা আমারও মাঝে মাঝে কবি হতে শখ জাগে]
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮