পহেলা বৈশাখ হল বাংলাদেশীদের মিলন মেলা। আমরা এখানে যারা ব্লগ লেখি তারা সকলেই শিক্ষত এবং রুচিসম্পন্ন বলেই আমার মনে হয়। ব্লগের মুল সফলতা এখানে। মাঝখানে একটা সময় ছিল যখন সামু নোংরামুতে ভরপুর হয়ে গেছিল । অনেক তখন ব্লগ ছেড়েছিলেন নোংরা মানতে না পেরে। বহুদিন পরে সবাক নামক এক ব্লগার আবার সেই নোংরামু শুরু করেছেন।
এসব "গণিমতের মাল" ব্লগে কি করে?
এখানে ফারজানা মাহবুবা নামক এক ব্লগারকে অশ্লিল ভাষায় আক্রমন করা হয়েছে যা ব্লগের নীতি পরিপন্থি।
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে
৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।
৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।
এই পোষ্ট পড়ার পর পাঠকদের পরিসংখ্যান:
* ৬৬ টি মন্তব্য
* ৩৭৫ বার পঠিত,
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ২৯ জনের ভাল লাগেনি
এর পর সামু মডারেটররা। তাকে ব্যান করতে ভয় পাচ্ছেন কেন? তারা কি এসব অশ্লিল লেখদের ব্লগে চান??