একটি ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছি। অপেশাদার ও হালকা। কিন্তু কিভাবে কি করবো কিছুই বুজতে পারতেসিনা । খালি একটা জিনিসঈ জানি যে লাইসেন্স যদি করি ঘুষ ছাড়াই করবো। এতে যতো দিন লাগে তো লাগুক। কিন্তু কিভাবে কোথা থেকে করবো এব্যাপারে কোন আইডিয়াই নাই আমার। আপনাদের কারো কোন অভিগ্গতা থাকলে প্লিজ শেয়ার করুন। আমি স্পেসিফিকভাবে নিচের কয়টি জিনিশ জানতে চাচ্ছি।
১. ঢাকার কোথা থেকে লাইসেন্স করাতে হয়।
২. লাইসেন্স করতে সর্বসাকূল্যে কত টাকা লাগে।
৩. লাইসেন্স করতে কি কি ধরনের পরীক্ষা দিতে হয়।
৪.প্রথমে কি শিক্ষানবীশ লাইসেন্স এর জন্য আবেদন করতে হয় নাকি সরাসরি মূল লাইসেন্স এর জন্য আবেদন করা যায়।
৫.যদি শিক্ষানবীশ লাইসেন্স এর জন্য প্রথমে আবেদন করতে হয় তাহলে সেটি হাতে পেতে কত দিন লাগে।
৬. শিক্ষানবীশ লাইসেন্স নিয়ে কি মেইন রোডে গাড়ি চালাতে পারবো??
৭. আর শিক্ষানবীশ লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় কি সাথে মেইন ড্রাইভারের উপস্থিতি বাধ্যতামূলক?? নাকি একা একাই চালানো যাবে?
এছাড়াও আপনাদের কাছে যদি প্রয়োজনিয় অন্যান্য তথ্য থাকে প্লিজ সেগুলো জানাবেন।
আমার মনে হয় এ তথ্যগুলো শুধু আমার একার না আরো অনেকের ই কাজে লাগবে।
সবাইকে অগ্রীম ধন্যবাদ
....................................................................................................
সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেবার জন্য। আপনাদের কমেন্টস ও ব্লগে সার্চ করে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড অনেক লেখা পেলাম ব্লগে। সবার সুবিধার্থে সব কয়টির লিংক নিচে দিয়ে দিলাম।
১. বি আর টি এর ওয়েব সাইট
2.সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে - মেসবাহ য়াযাদ
3. ড্রাইভিং লাইসেন্স সম্পরকে জানতে চাই - ভাঙ্গা হৃদয়
4. ড্রাইভিং লাইসেন্স ( বাংলাদেশ ) - পলাশ
5. ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত (সাময়িক) পোষ্ট......... একটু হেল্পান - নিশান ইব্রাহিম
কৃতজ্ঞতা : মেসবাহ য়াযাদ, ভাঙ্গা হৃদয়, পলাশ, নিশান ইব্রাহিম
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ রাত ১২:৪৩