জাগো
দিন যায় দিন আসে যমুনার ভোর আসে
বেথুনের কাঁটা বনে রক্তপাতের দিব্যি দিয়ে
আদ্য প্রীতিরা আসে
কবরের রাত আসে জন্মের দিন
পরম আমার তুমি জানো না মিলেও মিলে না
কত জনে বাজির মন্ত্র মেলে না কত নদীর প্রার্থনা -
সব হংসকুমারের ডুয়েল থেমে গেলে
শুরু হবে আবারো উৎপীড়নের মৈথুন
তাই রীতিনীতি বুঝে রাখো এই চোখ খুলে রাখো
ঘরোয়া বাতাসে রাখো আজকের শৌভিক রোদ
ভাল হোক তোমাদের, আমাদের ভাল হোক
অরু আকাশের ভাল হোক
মাটিতে দাগ কেটে অজ্ঞাত কথা বলা
মানুষের ভাল হোক
ভাল হোক মা মাটি মানুষের ভাল হোক
স্মৃতিলেখাদি’র সংসারে
ফুটফুটে আলো হোক
নিঝুম রঙে আর রেখায়
পুনর্বার মুঠোবন্দী হোক স্বর্ণলতার বিস্তার
দিন যায় দিন আসে
ইশানের আলোমেঘে
জীবন আকাশে হাসে ড্যাবোনির হেক্টর
আর তার পেতলের ঢাল;
স্বর্ণলতাটি হাসে
অনিশার রঙে হাসে
হিমলোকে বারুদের কাল
অভিঘাত
এই বেনিয়া নগরে
পতনোন্মুখ বজ্রের আক্রোশ বলেছিল
শেরপার আরোহী উপাখ্যান---
একদিন মেতেছিলাম লাল মিছিলের জ্বরে
আমাকে চিনিয়ে রাখা, মানুষ মানুষ লেখা
শাদা শাড়ি লাল পাড় তোমার ব্যানারে
একদিন দেখা হয়েছিল অক্ষরে অক্ষরে
ঝিনুক চূর্ণ মাখা আকাশের নীচে
ফ্লুরোসেন্ট আলোয় কার প্রদীপচোখ কবিতা কাজলে
উর্ধে তাকানো পথে ম্রিয়মান তারাদের বিদ্যুতে
জ্বলে ওঠা, জ্বলে জ্বলে উঠবার ক্ষণে;
একদিন ডেকেছিলে শপথবাক্যে
অন্তরিত রক্তলেখার শত ভিসুভিয়াস উদগিরণে
আত্মমৃত্যুর ছায়াবনে
ক্ষমাহীন আগুনে আগুনে
একদিন কথা হয়েছিল চা বাগানের পাতায় পাতায় সূর্যের শ্লোকে
সাতদিন সাতরাত বৃষ্টির পরে
দেখা হয়েছিল আমাদের এরকম অক্ষরে অক্ষরে
শ্যামা মেয়ের নামে
সজল দেশে পুড়ছে তারই শতবর্ষা শুকনো চোখ
জখমি পাতায় সবুজ বিনোদ, শ্যামা মেয়ের আর্দ্র মুখ
কোন মায়াতে স্নেহধারায় শ্যামার শ্যামল ভেসে যায়
কাতরকণ্ঠ করুণিমা বৃষ্টিদেশের সীমানায়
বাগানবাড়ির ভগ্ন দেয়াল সেইখানে কার নামলেখা
ফল্গুধারায় বইছে সে নাম মন গহনের চিত্রিকা
স্মৃতিগ্রাসের কলরোলে মন্দাক্রান্তা গীতিময়
শ্যামার আকাশ প্রতীক্ষিত এই বুঝি হয় সূর্যোদয়
চুপিসাড়ে বাসন্তিকে আড়ি পাতো মেঘ কালো
মেঘ কালো-ই জল বরষায় শ্যামার দু’চোখ রাঙালো
মণিকোঠায় অতীত থাকে, শপথ থাকে স্বপ্নজয়
গীতিরূপের ছলোছলে নীল তরণীর ভাসতে হয়
সাগরমেখলা সে কোন দ্বীপে ধনুকধারীর বসবাস
অন্তকালের অপেক্ষাতে মৎস চোখের কারাবাস
পুড়ে যাওয়া রাত কালো হয় পরাগযোগের উড়ানি
শমী শান্তি উপশমে সঙ্গোপনের গান শুনি
নেত্রকোণায় স্তব্ধ সময় ভোর জেনেছে পরাজয়
রাতবিরেতে শ্যামা জাগে, অবিনাশী বৃষ্টি হয়…
এই বেলা যে বিমনা খুব বারেবারে নামডাকা
পথভোলা কার বনগহনে নামতা শেখার সুর রাখা