বর্ণমালার দেয়াল ভেদে যেখানে উপস্থিত
সবুজবর্ণ, লাল আসমানের তারাই
কিসে ছন্দপতন হয়ে কুঞ্জন তোলে
কী সুখ সমুদ্রে লবণাক্ত এ হাত বাড়াই!
লালটিও নয় অচেনা বর্ণ ঠিক যেন;
যেন সূর্যের উত্তাপ কেড়ে নিয়েছে সবি কত,
কল্পলোকো মাঝে ভাসে এ স্বপন তরী
বিভীষিকা তার ছাড়িয়েছে নিলাম, দাহমী শতশত।
সব বর্ণের মাঝে মোর সফেদ বর্ণমালাটিও পষ্ট
কাশলতা এলোচুলে উপমা মধুর তার
মৃগ চঞ্চল চক্ষু হতে পারে, চিকণ চঞ্চু হাসিতে
পৃথিবী সমান সমুদ্ররূপে ঐশ্বর্য সম্ভার!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০